
নোয়াখালীর চাটখিল উপজেলার সাহাপুর ইউনিয়নের সোমপাড়ার পূর্ব গোপাইরবাগ বটতলায় সোমপাড়া উচ্চবিদ্যালয়েন ১৯৯৬ ব্যাচ এর স্থানীয় এবং প্রাবাসীদের উদ্দ্যােগে ফ্রী মেডিক্যাল ক্যাম্প এবং ফ্রী ঔষধ বিতরণ এর আয়োজন করা হয়। এসময় উপস্থিত ছিলেন সোমপাড়া উচ্চবিদ্যালয়ের ১৯৯৬ এর ব্যাচের অন্যতম আয়োজক জনাব মোঃ জাহিদ, মেজবা, মোঃ জুয়েল,মো হুমায়ূন, মোঃ সোহাগ, মোঃ নাসির,মোঃ জসিম, আব্দুল মান্নান,কাঞ্চন, মোঃ খোকন, মাহামুদ সহ অনন্য সদস্যরা, উক্ত ফ্রী মেডিকেল ক্যাম্পে ডাঃ সুমন মজুমদার, চাটখিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সি.এইচ.সি.পি জনাব মোঃ তছলিম হোসেন ও সি.এইচ.সি.পি সঞ্জয় কুমার দাস রোগীদের সেবা প্রদান করেন, ফ্রী চিকিৎসা দান কালে প্রায় ২৫,০০০ টাকার ঔষুধ বিনামূল্যে প্রদান করা হয়, এসময় বৃদ্ধ, শিশু ও মাঝ বয়সী অনেক রোগী সেবা গ্রহন করেন, এলাকাবাসী জানায় ফ্রী চিকিৎসা এবং বিনামূল্যে ঔষধ পেয়ে তারা অনেক উপকৃত হয়েছে।










