তরিকুল মোল্লা : বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত শহিদ আলিফ আহমেদ সিয়ামের কবর জিয়ারত করলেন বাগেরহাটের নবাগত পুলিশ সুপার মো. তৌহিদুল আরিফ। বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) বিকেলে বাগেরহাট সদর উপজেলার বড়বাঁশবাড়িয়া গ্রামে শহিদ সিয়ামের নিজ বাড়িতে যান এবং তার কবর জিয়ারত শেষে তিনি নিহত শহিদের পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় ছাত্র আন্দোলনে নিহত সিয়ামের পরিবারকে সব ধরনের সহযোগীতার আশ্বাস দেন পুলিশ সুপার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আলিফ আহমেদ সিয়াম গত ৫ আগস্ট ঢাকার সাভার থানা বাসস্টান্ডের সামনে পুলিশের গুলিতে আহত হন। পরে ৭ আগস্ট ঢাকার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে অবস্থায় মারা যান তিনি। সিয়াম বাগেরহাট সদর উপজেলার ডেমা ইউনিয়নের বড়বাঁশবাড়িয়া গ্রামের বুলবুল আহমেদের ছেলে।