
এম জালাল খুলনা: পাইকগাছায় ধর্মীয় ভাব-গাম্ভীর্যের মধ্যে দিয়ে পবিত্র ঈদ-ই মিলাদুন্নবী (সাঃ) উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন কর্তৃক কর্তৃক আয়োজিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন। বিশেষ অতিথি ছিলেন, সহকারী কমিশনার ভূমি মোঃ ইফতেখারুল ইসলাম শামীম, থানা অফিসার ইনচার্জ মোঃ ওবাইদুর রহমান। এসময়ে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, পিআইও ইমরুল কায়েস, হাফেজ মাওঃ জালাল উদ্দীন, মাদ্রাসা সুপার আযহার আলী, ইসলামি ফাউন্ডেশনের সুপারভাইজার শেখ শওকত হোসেন,উপজেলা মডেল মসজিদের ইমাম ও খতীব মাওলানা আশরাফুল ইসলাম, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মোঃ হাচিবুর রহমান, শিক্ষা অফিসার বিদ্যুৎ রঞ্জন শাহা, (কর্মকর্তা-এসএফডিএফ) জি,এম জাকারিয়া, পল্লী সঞ্চয় ব্যাংক কর্মকর্তা জয়ন্ত কুমার ঘোষ সহ বিভিন্ন মসজিদের ইমাম ও কর্মকর্তা বৃন্দ। দোয়া মাহফিল পরিচালনা করেন, বিশিষ্ট আলেমেদ্বীন হযরত হাফেজ মাওঃ জালাল উদ্দীন সাহেব। দোয়া মাহফিল পরবর্তী উপজেলা মডেল মসজিদে তাবারক বিতরণ করা হয়।










