
কাজী রায়হান তানভীর সৌরভ খালিশপুর থানা প্রতিনিধি: ভারী বর্ষণে খুলনা -সাতক্ষীরা - বাগেরহাট - যশোর সহ প্লাবিত হয়েছে দক্ষিণাঞ্চল, আগস্টে ফেনী - কুমিল্লা - চট্টগ্রাম এর ভয়াবহ বন্যার রেশ কাটিয়ে উঠতে না উঠতেই এবার প্লাবিত হলো দক্ষিণ অঞ্চল, গত কয়েকদিনের ভারী বর্ষণের ফলেই এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে, গ্রাম প্লাবিত হয়ে পানি ঢুকে পড়েছে শহরগুলোতে, এতে সব থেকে বেশি ভোগান্তিতে রয়েছে সাতক্ষীরা জেলার মানুষ অতিবৃষ্টির কারণে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন ঘরছেড়ে আশ্রয় কেন্দ্রগুলোতে আশ্রয় নিতে হচ্ছে বন্দী হয়ে পড়েছে শতাধিক পরিবার ,খুলনা জেলার চিত্র ও একই খুলনার দিঘলিয়া - তেরখাদা - বটিয়াঘাটা - পাইকগাছা - কয়রা - ডুমুরিয়া উপজেলায় মানুষের ঘরের মধ্য ঢুকে পড়েছে পানি সেখানকার মানুষেরা খাদ্য ও সুপেয় পানির সংকটে ভুগছে চরম দুর্ভোগে দিনপার করছে সেখানকার মানুষ পানিতে সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে গৃহ পালিত পশু পানিবন্দী মানুষ আশ্রয় নিতে পারছে আশ্রয় কেন্দ্রগুলোতে কিন্তু গৃহপালিত পশুদের জন্য নেই কোন ব্যবস্থা,, অপর দিকে গ্রাম ছাড়িয়ে শহর গুলিও অতিবৃষ্টিতে প্লাবিত হতে শুরু করেছে খুলনা শহরে অতিবৃষ্টিতে তলিয়ে গিয়েছে গুরুত্বপূর্ণ সড়ক ব্যাহত হচ্ছে যান চলাচল, খুলনা আবু নাসের হাসপাতাল সংলগ্ন রাস্তাটি এখন হাঁটু পানির নিচে, এর কারণে ভোগান্তি পোহাচ্ছে খুলনা বিভাগের বিভিন্ন প্রান্ত থেকে সেখানে চিকিৎসা নিতে আশা সাধারণ মানুষ। এছাড়াও যশোর - বাগেরহাট - সাতক্ষীরা জেলার চিত্র ও ভিন্ন নয়।