
শাহ আলম খান : নেছারাবাদ থানার জলাবাড়ী ইউনিয়নের জৌসার গ্রামের আ: জব্বারের ছেলে জাফর হাওলাদার ৩৬ গত ৭ আগষ্ট নিজ বাড়ীর আঙ্গীনায় দুবৃত্বের ধারালো অস্ত্রের আঘাতে নিহত হয়, জানা যায় পুর্ব জৌসার জামে মসজিদের জায়গা দখলকে কেন্দ্র করে আসামী দখলদারদের ধারালো অস্ত্রের আঘাতে জাফরের মৃত্যু হয়।মৃত্যুর ৭ দিন পর মৃত জাফরের ভাই মিজান বাদী হয়ে স্থানীয় নেছারাবাদ থানায় গত ১৪ আগষ্ট দশ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত বেশ কয়েকজন সহ একটি হত্যা মামলা দায়ের করেন।মামলা পরবর্তীতে থানার ওসি শাহীন সাহেব কিছু পুলিশ সদস্য নিয়ে ঘটনাস্থলে তদন্তে যান এবং বাদী ও স্থানীয়দের সাথে কথা বলেন, এরপর অদ্যবধি মামলার আর কোন অগ্রগতি হয়নি।কোন আসামী গ্রেফতার হয়নি এমনকি কোন চার্জশীট ও দাখিল হয় নি,তাই মামলার বিবাদী এ মামলার বিচার পাওয়া নিয়া সঙ্কিত আছে।একটা মসজিদ নিয়া এমন হত্যাকান্ডের বিচারের দাবীতে এলাকাবাসী সবাই সোচ্চার থাকলেও কোন আসামী গ্রেফতার না হওয়ার তারা হতাশা ব্যক্ত করেন।মামলার বাদী ও এলাকাবাসীর দাবী আসামীদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় এনে বিচার করা হোক।যাতে এমন কাজ করতে আর কেউ কোন দিন সাহস না পায়।










