
গাজীপুর এর কালিয়াকৈর উপজেলার বরিয়াবহ এলাকায় হাজার হাজার মানুষ ও মাজারের ভক্তবৃন্দ এক বিশাল প্রতিবাদ মিছিল বের করেছে। উপজেলার বরিয়াবহ (বৈরাবর) এলাকায় ৩৬০আউলিয়ার বংশধরদের মাজার অবস্থিত। হযরত শাহজালালের(রহ:) বংশধরেরা এই এলাকায় এসে ইসলাম প্রচার করেন এবং এখানেই তাদের জীবন অবসান ঘটে। ফলে এখানে তাদের মাজার অবস্থিত। শত শত বছরের পুরনো অলি আল্লাহদের মাজারকেন্দ্রিক দরবার গড়ে ওঠে এবং বাৎসরিক ওরস অনুষ্ঠিত হয়। দরবার কেন্দ্রিক হাজার হাজার মানুষ, অলি আল্লাহদের জীবন আদর্শকে ধারণ করে, আসা-যাওয়া করতে থাকে এবং এখান থেকেই ভক্তগণ ফায়েজ বরকত লাভ করে থাকে। বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে হঠাৎ করেই বিভিন্ন এলাকায় মাজার ভাঙ্গার প্রতিযোগিতা শুরু হয়। ভক্তগণ আতঙ্কিত হয়ে প্রশাসনের কাছে উক্ত ভাংচুর বন্ধের আবেদন জানান। বর্তমান গদিনশিন পীরগন এলাকাবাসী ও ভক্তদের সাথে নিয়ে উক্ত উদ্ভূত পরিস্থিতি অবসান ও ভাঙচুর থেকে রক্ষা পাওয়ার জন্য বিক্ষোভ সমাবেশ ও প্রতিবাদ মিছিলের আয়োজন করেন। এ সময় তারা স্লোগানের মাধ্যমে প্রশাসনের সুদৃষ্টি কামনা করেন। তারই প্রেক্ষিতে কালিয়াকৈরের চন্দ্রা এলাকায় বিভিন্ন মোড়ে সেনাবাহিনীর টহল দেখা যায়। থানা প্রশাসন থেকেও নিরাপত্তা বিধানের আশ্বাস পাওয়া যায়। মিছিলটি বরিয়াবহ এলাকার বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে দরবারে গিয়ে শেষ হয়। পবিত্র ঈদ এ মিলাদুন্নবী পালন উপলক্ষে দরবারে অনুষ্ঠানের আয়োজনের প্রাক্কালে হঠাৎ খবর আসে,দরবারে হামলা হবে এবং মাজার গুঁড়িয়ে দেওয়া হবে। তাৎক্ষণিক প্রস্তুতি স্বরূপ আশপাশের বিভিন্ন ভক্তবৃন্দ এবং এলাকাবাসী উক্ত প্রতিবাদ মিছিলে অংশগ্রহণ করে। শেষ খবর পাওয়া পর্যন্ত ভক্তবৃন্দ দরবারেই অবস্থান করে, দরবার এবং মাজার পাহারা দিচ্ছেন বলে যানা গেছে।
তৌহিদ,সহ- সম্পাদক: sftvbd.com










