
গাজীপুরের কালিয়াকৈরে সবচেয়ে বড় ও আধুনিক দৃষ্টিনন্দন ‘কালিয়াকৈর নিউ মার্কেট’ উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে, উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউসার আহমেদ,ফিতা কেটে কালিয়াকৈরের বাইপাসে অবস্থিত চতুর্থ তলায়, নিউ মার্কেটের, সোহাগ কনভেনশন হল উদ্বোধন করা হয়। এ উপলক্ষ্যে মার্কেটের সোহাগ কনভেনশন হলে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।দোয়া পরিচালনা করেন হাফেজ ক্বারী মো:রফিকুল ইসলাম। কালিয়াকৈর নিউ মার্কেটের প্রতিষ্ঠাতা ও আফাজ উদ্দিন মেমোরিয়াল স্কুল এন্ড কলেজের চেয়ারম্যান আলহাজ্ব মো. জলিল উদ্দিনের পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- উপজেলা বিএনপি সাধারন সম্পাদক পারভেজ আহম্মেদ, বি,এন,পি র বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ,আফাজ উদ্দিন মেমোরিয়াল স্কুল এন্ড কলেজের পরিচালক সাইদুর রহমান সোহাগসহ বীর মুক্তিযোদ্ধা, স্থানীয় গণমান্য ব্যক্তিবর্গ,ব্যবসায়ীবৃন্দ, ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার কর্মরত সাংবাদিক বৃন্দ। অনুষ্ঠান শেষে আমন্ত্রিত অতিথিদের জন্য মধ্যাহ্ন ভোজনের আয়োজন করা হয়।










