নোয়াখালিতে বন্যা পরবর্তী পুনর্বাসনে হেল্পলাইন হ্যালো নওগাঁ
Spread the love

বাংলাদেশের দক্ষিনাঞ্চলে স্মরণকালের সবচেয়ে ভয়াবহ বন্যা পরিস্থিতিতে সৃষ্ট মানবিক বিপর্যয়ে সবসময়কার মতো আর্তমানবতার সেবায় নিয়োজিত সংগঠন “হেল্পলাইন হ্যালো নওগা” এগিয়ে এসেছে নিজ উদ্যোগে। বন্যা পরবর্তী পুনর্বাসন কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে গত ১৩-০৯-২০২৪ ইং তারিখে নোয়াখালির বন্যা কবলিত বিভিন্ন গ্রাম পরিদর্শন ও পর্যবেক্ষন করে হেল্পলাইন হ্যালো নওগাঁর কার্যনির্বাহী পরিষদের সম্মানিত সদস্যবৃন্দ ও সাধারন সদস্যবৃন্দের সমন্বয়ে গঠিত একটি দল ।

বন্যার পানি সরে গেলেও বন্যার ক্ষয়ক্ষতির যে ভয়াল রুপ তা এখনো স্পষ্ট বন্য কবলিত গ্রাম গুলোতে। এমতবস্থায় সাধ্যমতো প্রায় প্রত্যেক মানবিক বিপর্যয়ে সাহায্যের জন্য এগিয়ে আসা সংগঠন হেল্পলাইন হ্যালো নওগাঁ বন্যা পরবর্তী পুনর্বাসন প্রক্রিয়াতে সক্রিয় অংশগ্রহন করে এবং ঐ দিনই পুনবার্সন প্রক্রিয়া এগিয়ে নেয়ার জন্য সাহায্যে এগিয়ে আসে হেল্পলাইন হ্যালো নওগাঁ। ফলশ্রুতিতে বন্যা কবলিত আট টি পরিবারকে ৭৩০০/= টাকা সমমূল্যের এক ব্যান্ডেল করে টিন সাহায্য করে হেল্পলাইন যাতে করে বন্যায় শেষ আশ্রয়টুকু হারানো এই আটটি পরিবার মাথা গোজার ঠাঁই পায়। সম্মানিত সদস্যদের সরজমিন পর্যবেক্ষনে এই সাহায্য পায় ক্ষতিগ্রস্থ আট পরিবার। এছাড়াও ঊনত্রিশ টি পরিবারকে ৩০০০/= টাকা খামে করে সাহায্য প্রদান করে হেল্পলাইন হ্যালো নওগাঁ। এই পরিবার গুলোর প্রত্যেকটিই কোনো না ভাবে বন্যায় ক্ষতিগ্রস্থ। কারো বাড়ি মেরামতের পর্যাপ্ত অর্থ নেই, কারো বা বন্যায় পড়ে যাওয়া বাড়ি উঠানোর খুঁটি পর্যন্ত কেনার সামর্থ্য নেই, আবার কারো নিজের শোবার বিছানাটুকুও নেই। শুধু তাই নয়, হেল্পলাইন হ্যালো নওগাঁ আরো পাঁচ পরিবারকে ১০০০/= টাকা করে সাহায্যে করে, যারা বিভিন্ন ভাবে বন্যায় ক্ষতিগ্রস্থ। বন্যা কবলিত মানুষদের সাহায্য করার লক্ষ্যে সম্মানিত সদ্যসদের আর্থিক সাহায্য সহ ফান্ড কালেকশনের মাধ্যমে অর্থ সংগ্রহ করা হয়। এভাবেই হেল্পলাইন হ্যালো নওগাঁর সাহায্যের হাত স্থানীয়ভাবে কেবল নওগাঁ জেলার গন্ডি পেরিয়ে পৌঁছে গেছে বাংলাদেশের দক্ষিনাঞ্চলে বন্যাকবলিত মানুষের দোরগোড়ায়। প্রত্যেকটি উদ্যমী সদস্যদের অক্লান্ত পরিশ্রম আর সেবার মানসিকতায় উদ্ভাসিত হেল্পলাইন হ্যালো নওগাঁ এগিয়ে যাক দৃঢ় প্রত্যেয়ে এবং তাদের সাহয্যের পরিমন্ডল বিকশিত হোক প্রতিনিয়ত।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31