আশিকুল ইসলাম বেলকুচি প্রতিনিধিঃ সিরাজগঞ্জ বেলকুচি উপজেলা দৌলতপুর ইউনিয়ন মাহমুদপুর গ্রামের রাজুর বউকে উল্লেখ্য করে কথাকাটাকাটি এক পর্যায়ে মারামারি হয়। বিষয়টি এলাকার গণ্যমান্য ব্যক্তিরা সমাধান করে দেন। আবার ছয় মাস পরে গত ৯-৯-২০২৪ ইং সোমবার রাত্রি আনুমানিক ৭:০০ ঘটিকায় সময় আশরাফুল তার চাচার হাওলাত কৃৃত টাকা ফেরত দিতে যাওয়ার পথে রাজু সহ কয়েক জন মিলে ২৫ হাজার টাকা ও গলায় থাকা সোনার চেন লুটপাট করে থাকে বলে অভিযোগ উঠেছে। এ বিষয়ে আশরাফুলের স্ত্রীর কাছে জানতে চাইলে তিনি বলেন: আমার স্বামী একজন প্রাইভেট শিক্ষক। আমার দুই টা নাবালক সন্তান তাদের এতিম করার জন্যেই রাজু গং সহ কয়েকজন মিলে আমার স্বামী কে হত্যার উদ্দেশ্যে এলোপাথাড়ি মার ধর করে এবং আমার চাচা শশুরের পাওনাকৃৃত টাকা ফেরত দেওয়া কথা বলে বাড়িতে থেকে বের হয়ে যায়। সেই২৫ হাজার টাকা ও গলায় থাকা চেইন রাজু গং সহ কয়েকজন লুটপাট করে নিয়েছে। আমি আইনের সাথে শ্রদ্ধা রেখে সুস্থ তদন্তের মাধ্যমে কঠিন বিচার চাচ্ছি।