
সংগঠন সম্প্রসারণ ও মজবুতি করার লক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী আলমডাঙ্গা উপজেলা শাখা আয়োজনে ইউনিট নেতাকর্মীদের নিয়ে সমাবেশ অনুষ্ঠিত হয় । চুয়াডাঙ্গার আলমডাঙ্গা সরকারি কলেজের হল রুমে ১৪ ই সেপ্টেম্বর শনিবার সকাল ৭টার সময় মহাগ্রন্থ আল কুরআনের তেলাওয়াত মাধ্যমে শুরু হয় সম্মেলন । উক্ত সম্মেলনে উপজেলা জামায়াতের তারবিয়াত সেক্রেটারি মো: বিলাল হুসাইনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী চুয়াডাঙ্গা জেলা জামায়াতে সেক্রেটারি, চুয়াডাঙ্গা জর্জ কোর্টের বিজ্ঞ আইনজীবী এ্যাড: আসাদুজ্জামান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী আলমডাঙ্গা উপজেলা জামায়াতের আমির মো: দারুস সালাম আরও উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের নায়েবে আমীর মো : ইউসুফ আলী মাস্টার, উপজেলা সেক্রেটারি মো: মামুন রেজা, সহকারী সেক্রেটারি প্রভাষক মো শফিউল আলম বকুল, সহকারী সেক্রেটারি মো তরিকুল ইসলাম, শ্রমিক নেতা মো: রফিকুল ইসলাম, ওলামা বিভাগের সেক্রেটারি মো : জামিরুল ইসলাম, কুমারী ইউনিয়ন আমির মো: শফিউজ্জামান মিঠু, কালিদাসপুর ইউনিয়ন আমির মো : আসাদুল হক, বেলগাছি ইউনিয়ন সভাপতি মো আমান উদ্দিন, জামজামি ইউনিয়ন আমির মো : ফজলুর রহমান, নাহদাহ ইউনিয়ন আমির মো : আবদুল কাদির, জেহালা ইউনিয়ন আমির মো: আবদুল আজিজ, খাসকররা ইউনিয়ন সভাপতি মো : হারুন অর রশিদ, ডাউকি ইউনিয়ন সেক্রেটারি মো আব্দুস সালাম এবং ইউনিয়ন সেক্রেটারিগন ও ইউনিটের সভাপতিরা এই সমাবেশে উপস্থিত ছিলেন।