
তৌহিদ,সহ- সম্পাদক : ইসলামী ব্যাংক বাংলাদেশ পি এল সি মাগুরার উদ্যোগে মিট দি জেন- জেড সভা অনুষ্ঠিত হয়। ১০ সেপ্টেম্বর মঙ্গলবার বেলা ১২ টার সময় মাগুরা স্টেডিয়াম পাড়ার দি রয়েল পার্টি সেন্টার হল রুমে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। প্রিন্সিপাল অফিসার মোঃ মাসুদুর রহমানের সঞ্চালনায় এবং এসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট ও ব্যাংকের শাখা প্রধান মোঃ জামিলুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও হেড অব জোন যশোর মোঃ মাহবুব - এ আলম। প্রাধান অতিথি তার বক্তব্যে বলেন," সারাদেশে আমাদের প্রায় ২ কোটি গ্রাহক আছে এবং সেই কাজে প্রায় ৮ কোটি লোক জড়িত। আমাদের ছাত্ররা বাংলাদেশ বিনির্মানে যে নতুন স্বাধীনতা উপহার দিয়েছে আশা করি আমরা এই দেশকে নতুন করে অনেক উপরে নিয়ে যেতে পারবো।" সভাপতি মোঃ জামিনুর রহমান বলেন,"ছাত্র জনতার বিপ্লব যেন নষ্ট না হয় তার জন্য আমাদের সততার সাথে কাজ করে যেতে হবে। আল্লাহ পাক কোরআান মজিদে বলেছেন হে ঈমানদার গন তোমরা মানুষদেরকে সৎ কাজের আদেশ দিবে এবং অসৎ কাজে নিষেধ করবে। কিন্তু বিগত সরকার আমাদের শিক্ষা ব্যবস্থাকে এমন ভাবে ধ্বংশ করে দিয়েছে।যার ফলে অনেকেই সততার সাথে কাজ করতে পারেনাই।তারা আমাদের দেশে কর্মসংস্থান সৃষ্টি না করে বিদেশে পাচার করেছে।এর ফলে দেশ মেধা শূন্য হয়ে পড়েছে। ১৯৮৩ সাল ইসলামী বাংক বাংলাশের একটি সেরা ব্যাংক হিসাবে প্রতিষ্ঠিত হয়।কৃষি শিল্প সব ক্ষেত্রেই এগিয়ে।ইসলামী ব্যাংক।তাই ছাত্রদের কাছে আমাদের আবেদন ইসলামী ব্যাংকে হিসাব খোলার মাধ্যমে ব্যাংককে আরো উন্নত শেখরে পৌছে দেয়া। ইসলামী বয়াংকের সেলপিন অ্যাপের মাধ্যামে কোন খরচ ছাড়া সারা বাংলাদেশের টাকা উটানো ও পাঠানো যায়।আলেমগন বলেছেন যেকানে ইসলামী ব্যাংক আছে সেখানে ঐ ব্যাংক বাদে অন্য ব্যাংককে হিসাব নিকাশ পরিচালনা করা হারাম। কাজে আমাদের হারামের সাথে না থেকে হালাল পথে মননিবেশ করতে হবে।" অনুষ্ঠানে ছাত্রদের পক্ষ থেকে বক্তব্য রাখেন আশিকুর খান ও আব্দুল মতিন। তারা শিল্প ও কলকারখানা খাতে ব্যাংককে বেশী বেশী ঋণ দেয়ার জন্য পরামর্শ প্রদান করেন।