
জামালপুরস্হ ইসলামপুর সমিতির কার্যনির্বাহী কমিটি গঠনকল্পে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৭সেপ্টেম্বর) সন্ধ্যায় সরকারি আশেক মাহমুদ কলেজ শিক্ষক মিলানায়তনে জামালপুরস্হ ইসলামপুর সমিতির আহবায়ক প্রফেসর মনিরুজ্জামানের সভাপতিত্বে ও সদস্য সচিব সাজেদুর রহমান চৌধুরীর সঞ্চালনায় আলোচনা সভায় জামালপুরস্হ ইসলামপুর সমিতির যুগ্ব আহবায়ক মিজানুর রহমান সুজা, এডভোকেট আব্দুল করিম, আব্দুর রাজ্জাক লুডু, বিশিষ্ট ব্যাবসায়ী ও ইসলামপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নবাব, হাফিজুর রহমান, প্রভাষক সোলায়মান হোসেন, সুপার আব্দুল হালিমসহ অনেকেই বক্তব্য রাখেন। এসময় বক্তারা বলেন , প্রস্তাবিত জামালপূরস্থ ইসলামপুর সমিতির কার্যনির্বাহী কমিটি গঠনে দলমত নির্বিশেষে সকলের অংশগ্রহণে এবং খুব দ্রুত কমিটি গঠনের ব্যাপারে গুরুত্বারোপ করেন। উল্লেখ্য গত ডিসেম্বর মাসে আহবায়ক কমিটি গঠন হলেও বিভিন্ন ইস্যুতে এখন পর্যন্ত কার্যনির্বাহী কমিটি গঠন করা যায়নি । খুব দ্রুতই সকলের অংশগ্রহণে কমিটি গঠন হবে সকলেই আশাবাদ ব্যক্ত করেন।