
তৌহিদ,সহ- সম্পাদক: মাগুরা সদর উপজেলার শত্রুজিতপুর মহাশ্মশান আশ্রম প্রাঙ্গণে ৭ সেপ্টেম্বর শনিবার এক সুরক্ষা সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী এতে প্রধান অতিথির বক্তব্যে বলেন, নতুন বাংলাদেশে হিন্দু, মুসলিম একসাথে রূপান্তরের বাংলাদেশে সম্প্রীতির সাথে শান্তিতে বসবাস করবে। সমাবেশে মন্দির কমিটির সভাপতির সভাপতিত্বে ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় নির্বাহী সদস্য অ্যাডভোকেট নিপুন রায় চৌধুরী ও জেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক মিথুন রায় চৌধুরী সহ আরো অনেকে বক্তব্য রাখেন। সমাবেশে বক্তারা দেশে চলমান পরিস্থিতিতে করণীয় নিয়ে বিস্তারিত আলোচনা করেন। বিপুলসংখ্যক হিন্দু ধর্মাবলম্বীসহ অন্যান্য ধর্মাবলম্বীরাও এ সময় উপস্থিত ছিলেন। শত্রুজীতপুর মহাশ্মশান আশ্রম ও পয়ারী হাজরা তলা মন্দির কমিটি এর আয়োজন করে।










