
এম জালাল উদ্দীন : খুলনার পাইকগাছায় ডাব ব্যবসায়ীর প্রতারণা পূর্বক ডাব দেওয়ার চুক্তিতে অগ্রিম টাকা হাতিয়ে নিয়ে ডাব না দেওয়ার থানায় অভিযোগ করেছেন চট্টগ্রামবাসী ভুক্তভোগী সফিউল আলম। গত ইং-৩০/০৮/২০২৪ তারিখ থানায় দায়ের করা অভিযোগ সুত্রে জানা গেছে, চট্রগ্রাম জেলার সাতকানিয়া থানার ধর্মপুর গ্রামের মোঃ সাইফ উদ্দিনের ছেলে ব্যবসায়ী মোঃ শফিউল আলম ডাব ক্রয়ের উদ্দেশ্যে পাইকগাছা উপজেলার কপিলমুনি ইউনিয়নের বারুইডাঙ্গা গ্রামের বুধুই গাজীর ছেলে এম ডি আব্দুল আল মামুন কে গত ইং- ২৮/০৮/২০২৪ তারিখে পাইকগাছা ইসলামি ব্যাংক শাখায় ডাব ক্রয়ের উদ্দেশ্যে অগ্রিম ৬৫,০০০/ হাজার টাকা প্রদান করেন। ব্যাংক হিসাব নং-২০৫০২৩২০২০৩৮১৩৮১৮। টাকা প্রদানকালে বিবাদী আব্দুল আল মামুন এর সাথে চুক্তি থাকে-প্রতি পিচ ডাব ৫০ টাকা মূল্য। এবং টাকা প্রদানের দ্বিতীয় দিন অর্থাৎ ২৯/০৮/২০২৪ অথবা ৩০/০৮/২০২৪ তারিখের মধ্যে ডাব প্রদান করবেন। এদিকে আব্দুল আল মামুন ২৮/০৮/২০২৪ তারিখ ব্যাংক মারফত টাকা গ্রহনের পর সুদুর চট্টগ্রাম জেলার শফি উদ্দিন আলম'কে বলেন, আগামী ইং ০৪/০৯/২০২৪ অথবা ০৫/০৯/২০২৪ ডাব দেওয়া হবে। এসময়ে কথা কাজে মিল না থাকায় বাদী শফি উদ্দিন আলম বিবাদী আব্দুল আল মামুন এর কাছে উক্ত ৬৫,০০০/ হাজার টাকা ফেরত চাইলে, মামুন ইং ০৮/৯/২০২৪ তারিখ টাকা দিবে মর্মে জানান। এছাড়াও বর্তমানে তার কোন আত্মীয় মারা গেছে বলে তালবাহানা করছে বলে জানিয়েছেন। অভিযোগে আরো উল্লেখ করেন, একই গ্রামের সফিকুল গাজীর ছেলে ইয়াছিন আরাফাত (মেসার্স ইয়াছিন ট্রেডার্স) এর মাধ্যমে আব্দুল আল মামুনের সাথে আমার ব্যবসায়ীক পরিচয় হয়। এ প্রতিনিধি ডাব ব্যবসায়ী আব্দুল আল মামুনের সাথে এ বিষয়ে যোগাযোগ করলে তিনি উক্ত ৬৫,০০০/ হাজার টাকা নিয়েছে মর্মে স্বীকার করেছেন।