

মো:জাহিদুল ইসলাম: গাইবান্ধা জেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সাথে ৫ সেপ্টেবর দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে নবাগত পুলিশ সুপার মোঃ মোশাররফ হোসেন পিপিএম এর এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।এ মতবিনিময় সভায় উপস্থিত জেলার সাংবাদিকগণ তাদের মতামত এবং পুলিশের নিকট তাদের প্রত্যাশার কথা বলেন। এসময় সাংবাদিকদের দেওয়া বিভিন্ন পরামর্শ ও জেলার আইন শৃংখলা রক্ষার সমস্যা গুলো নবাগত পুলিশ সুপার মোশাররফ হোসেন শুনেন ও নোট করেন।জেলার আইন- শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে তিনি সাংবাদিকদেরসহ সচেতন সকলের সহযোগিতা কামনা করেন। এসময় গাইবান্ধা জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
ভিউ: ১৮৭










