
সাগর আহমেদ জজ : নেত্রকোনা পূর্বধলায় গোপনে এক নারীর গোসলের ভিডিও ধারণ করায় দুইজনকে গ্রেফতার করেছে সেনাবাহিনী। আজ বৃহস্পতিবার সকালে সেনাবাহিনীর সদস্যরা তাদের পূর্বধলা থানা পুলিশের কাছে হস্তান্তর করেন। এর আগে বুধবার রাতে তাদের আটক করা হয় গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, উপজেলার মেঘশিমুল মধ্যপাড়া গ্রামের উজ্জ্বলখান ও দ্বীন ইসলাম। তারা টিকটকার বলে জানিয়েছে সেনাবাহিনী, সেনাবাহিনী সূত্রে জানা গেছে, উজ্জল খান গত বুধবার বিকেলে গোপনে গ্রামের এক নারীর গোসলের ভিডিও ধারণ করেছিলেন। বিষয়টি ওই নারী বুঝতে পেরে চিৎকার করেন, তখন আশপাশের লোকজন এসে উজ্জ্বলকে আটক করে। ততক্ষণে উজ্জ্বল তার মোবাইল ফোনে ধারণ করা গোসলের ভিডিও ডিলিট করে দেন। কিন্তু মোবাইল চেক করতে গিয়ে পূর্বের ধারণ করা গোসলের ভিডিও দেখতে পায়। পরে মোবাইল ফোন রেখে জিজ্ঞাসা করে তাকে ছেড়ে দেওয়া হয়। এ বিষয়ে পড়ে সেনাবাহিনীর ক্যাম্পে অভিযোগ জানায় বক্তব্যের পরিবার। অভিযোগ পেয়ে তৎক্ষণিক অভিযান চালিয়ে উজ্জ্বলকে আটক করে। জিজ্ঞাসাবাদে দ্বীন ইসলাম নামে আরো একজন তার সাথে জড়িত বলে জানান উজ্জ্বল। পরের দিন ইসলাম কেউ অভিযান চালিয়ে আটক করা হয়। পূর্বধলা থানার (ওসি) মোঃ তাজুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে বলেন এ ঘটনা বক্তভোগী নারীর পরিবারের পক্ষ থেকে ওই দুইজনের বিরুদ্ধে পর্নোগ্রাফি আইনে মামলা হয়েছে। ওই মামলার তাদের গ্রেপ্তার দিকে আজ দুপুরে আদালতে পাঠানো হয়েছে।










