
এম জালাল উদ্দীন: পাইকগাছার অনাবাদি পতিত জমি ও বসত বাড়ির আঙ্গিনায় সবজি চাষ প্রকল্পের আওতায় কৃষক প্রশিক্ষণ, ফলের চারা বিতরণ ও মাচায় সবজি চাষ প্রদর্শনীর উপকরণ বিতরণ করা হয়েছে। বুধবার দুপুরে পাইকগাছা উপজেলা কৃষি অফিস চত্ত্বরে অনুষ্ঠিত বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনা অঞ্চলের অতিরিক্ত পরিচালক বিভাস চন্দ্র সাহা। বিশেষ অতিথি ছিলেন, খুলনা খামার বাড়ির উপ-পরিচালক কাজী জাহাঙ্গীর হোসেন, জাতীয় তেল ও ফসল উৎপাদন বৃদ্ধি প্রকল্পের মনিটরিং অফিসার এ এইচ এম জাহাঙ্গীর হোসেন, খুলনা খামার বাড়ির জেলা প্রশিক্ষণ অফিসার মহাদেব চন্দ্র সানা, পার্টনার প্রকল্পের সিনিয়র মনিটরিং অফিসার মোসাদ্দেক হোসেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, উপজেলা কৃষি অফিসার অসীম কুমার দাশ। অনুষ্ঠানে কৃষি অধিদপ্তরের কর্মকর্তা, কর্মচারী ও কৃষক-কৃষানীরা উপস্থিত ছিলেন।
ভিউ: ২৩২










