
মো:জাহিদুল ইসলাম: হাসপাতলে বিনা চিকিৎসায় দীপ্তর অকাল মৃত্যুর সঠিক তদন্ত ও তার বন্ধুদের বিরুদ্ধে হয়রানি মুলক মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে গাইবান্ধায় মানববন্ধন করেন। বুধবার (৪ সেপ্টেম্বর) সকাল ১১ টায় গাইবান্ধা শহরে ডি বি রোড গানাস মার্কেটের সামনে গাইবান্ধাবাসীর আয়োজনে এই মানববন্ধন করেন । বক্তারা বলেন, আইসিইউ সেবা বাবদ সাত হাজার টাকা দিতে বাধ্য হওয়ায় জরুরী বিভাগের ফ্লোরে ৯ঘন্টা ফেলে রাখা হয় দীপ্তকে। হাসপাতলে কৃতপক্ষের অবহেলার কারণে মৃত্যু হয়েছে বলে দাবি করেন দীপ্তর পরিবার । এছাড়া বিনা চিকিৎসায় মৃত্যুর বিষয়টি নিশ্চিত করার কারণে মামলা করা হয়েছে বলে জানান নিহত দীপ্তর বাবা ও বন্ধুরা। এ ঘটনার সুস্থ তদন্ত করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন।
ভিউ: ২৮৪










