
চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার জামজামি ইউনিয়নে বিরাট গনসমাবেশ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার ৪সেপ্টেম্বর ২০২৪ তারিখে বিকেল তিনটার দিকে আলমডাঙ্গা উপজেলার জামজামি ইউনিয়নে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের স্বরনে ও আহতদের রোগ মুক্তি কামনায় বাংলাদেশ জামায়াতে ইসলামির জামজামি ইউনিয়ন শাখার উদ্দোগে ইউনিয়ন ভূমি অফিস চত্বরে গনসমাবেশ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,জামায়াতে চুয়াডাঙ্গা জেলা শাখার সহকারী সেক্রেটারি এ্যাডভোকেট মোঃ মাসুদ পারভেজ রাসেল। জামজামি শাখার আমীর মোঃ ফজলুল হক এর সভাপতিত্বে এবং অফিস সম্পাদক মোঃ নাসির উদ্দিন এবং জামজামি ইউনিয়ন উলামা বিভাগের সভাপতি মোঃ নুর ইসলাম এর পরিচালনায় । বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নাগদাহ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এবং বাংলাদেশ জামায়াতে ইসলামির আলমডাঙ্গা উপজেলা শাখার আমীর মোঃ দারুসসালাম, উপজেলা শাখার সাবেক আমীর মোঃ আসাদুজ্জামান সোনা, এবং উপজেলা শাখার সেক্রেটারি মোঃ মামুন রেজা, উপজেলা শাখার সহকারী সেক্রেটারি আলমডাঙ্গা মহিলা কলেজের প্রভাষক মোঃ শফিউল আলম বকুল, ও সহকারী সেক্রেটারি মোঃ তরিকুল ইসলাম। ডাউকি ইউনিয়ন শাখার আমীর মোঃ সজীবুর রহমানএবং বাংলাদেশ ইসলামি ছাত্রশিবির এর আলমডাঙ্গা থানা শাখার সভাপতি মোঃ রবিউল ইসলাম। এছাড়াও উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামির জামজামি ইউনিয়নে সকল ওয়ার্ডের সভাপতি, সেক্রেটারি ও বিভিন্ন স্তরের দায়িত্বশীলবৃন্দ। উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথি তার বক্তব্যই বলেন দেশের মানুষ ষোল বছরের আওয়ামী ফ্যাসিষ্ট সরকারের লম্বা একটা জুলুম নির্যাতনের পর আজ বাংলাদেশ জামায়াতে ইসলামি তথা দেশের আপামর জনসাধারণ তাদের কথা বলার স্বাধীনতা ফিরে পেয়েছে। স্বাধীনভাবে বেচে থাকার অধিকার ফিরে পেয়েছে। দুবেলা দুমুঠো খাওয়ার নিশ্চয়তা পেয়েছে। তিনি আরো বলেন খুনি শেখ হাছিনা সরকার চেয়েছিল বাংলাদেশ জামায়াতে ইসলামিকে এদেশ থেকে নিশ্চিহ্ন করে দিতে কিন্তু তারাই আজ দেশ ছাড়া। দেশে আওয়ামীলীগ আজ শুধু নামেই বাস্তবে তাদের ইতিহাসের সমাপ্তি ঘটেছে। প্রধান মেহমান দেশের মানুষের উদ্দেশ্য বলেন অশান্ত অস্থিতিশীল দেশকে শান্তুির পথে আনতে হলে সবাইকে ঐক্যের পথে আসতে হবে। ইসলাম ও কোরআনের শুশীল ছায়াতলে আসার মাধ্যমেই কেবল মানুষের এহকালীন শান্তি ও পরকালীন মুক্তি নিহিত। আর বাংলাদেশ জামায়াতে ইসলামি মানুষের মুক্তির জন্য সেই কাজটায় মানুষের মাঝে করে চলেছে। তাই তিনি বাংলাদেশ জামায়াতে ইসলামিকে সহযোগীতা করার আহ্বান জানান। উক্ত সভার সভাপতি মোঃ ফজলুল হক প্রধান মেহমানের কথার একাত্বতা ঘোষনা করেন এবং বলেন জামজামি ইউনিয়নে সকল জনসাধারণ আমাদের বন্ধু। আমরা কাওকে শত্রু মনে করিনা। সকলের উদ্দেশ্য আরো বলেন জামজামি ইউনিয়ন শাখা ইউনিয়নের যে কোন জায়গায় যে কোন সমস্যা, কেউ কোন বিপদে পড়লে সবার আগে সাধ্যমত তাদের পাশে থাকতে পারে। এই দোয়া চেয়ে এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদ ও আহতদের রোগ মুক্তির জন্য দোয়া করে মাহফিলের সমাপ্তি ঘোষনা করেন।