
বাংলাদেশ জামায়াতে ইসলামী আলমডাঙ্গা উপজেলা আমীর দারুস সালাম এর নেতৃত্বে আলমডাঙ্গা পৌরসভা কার্যালয়ে সদ্য ঘোষিত আলমডাঙ্গা পৌর প্রশাসকের মিজানুর রহমানের সাথে জামায়াত নেতৃবৃন্দ সৌজন্য সাক্ষাৎঃ। মঙ্গলবার ৩ সেপ্টেম্বর’ বিকাল ৫ টার সময় আলমডাঙ্গা পৌর কার্যালয় প্রশাসকের সাথে সৌজন্যে সাক্ষাৎ ও কুশল বিনিময় করা হয়। চুয়াডাঙ্গা জেলার অতিরিক্ত জেলা প্রশাসক(রাজস্ব) মিজানুর রহমান আলমডাঙ্গা পৌরসভার প্রশাসক হিসেবে দায়িত্বভার গ্রহণ কড়াই উপজেলা জামাতের নেতৃবৃন্দ সাক্ষাৎ করেন এই সময় উপস্থিত ছিলেন আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার স্নিগ্ধা দাস, বাংলাদেশ জামায়াতে ইসলামী আলমডাঙ্গা উপজেলা সেক্রেটারি মামুন রেজা, পৌর আমির মোঃ মাহের আলী, পৌর সেক্রেটারি মুসলিম উদ্দিন, উপজেলা তারবিয়াত সেক্রেটারি বিলাল হোসেন, সহকারি সেক্রেটারি শফিউল আলম বকুল, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের আলমডাঙ্গা উপজেলা সভাপতি রবিউল ইসলাম, কালিদাসপুর ইউনিয়ন আমির আসাদুল হক ও বেলগাছি ইউনিয়ন সভাপতি মোঃ আমান উদ্দিন। পৌরসভার কর্মকর্তাদের মধ্যে ছিলেন পৌর ওয়ার্ড কাউন্সিলর সদর উদ্দিন ভোলা, খন্দকার মজিবুল ইসলাম,মুন্সি সাইফুল ইসলাম, আব্দুল গাফফার, বাবু, সহ পৌরসভার সকল সম্মানীত কাউন্সিলর এবং পৌরসভার সকল কর্মকর্তা-কর্মচারীবৃন্দ ও সুধীজন উপস্থিত ছিলেন । এ সময় মত বিনিময় সময় উল্লেখ করে জামায়তের নেতৃবৃন্দরা বলেন পৌরসভার রাস্তা-ঘাটের বেহাল অবস্থা, সকল নাগরিকের সেবার কার্যক্রম, সমস্যা, সুবিধা-অসুবিধার দিকগুলো তুলে ধরেন। সকল কার্যক্রম সুন্দরভাবে করার পরামর্শ করা হয়। প্রশাসক মহোদয় এটাকে ভালোভাবে গ্রহণ করেন এবং সমস্যাগুলো দ্রুত সমাধান করার জন্য পৌর প্রতিনিধিদের নির্দেশ দেন।










