
খাদেমুল ইসলাম : পঞ্চগড় সদর উপজেলায় পুকুরের পানিতে ডুবে মাইশা নামে এক দুই বছরের শিশুর মৃত্যু হয়েছে। রোববার (১ সেপ্টেম্বর) বিকেলে পঞ্চগড় সদর উপজেলার হাড়িভাসা ইউনিয়নের ঝুলিপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মাইশা একই গ্রামের আমিনুর ইসলামের মেয়ে বলে জানা গেছে। স্থানীয় এলাকাবাসি ও পুলিশ সূত্রে জানা গেছে, দুপুরে বাড়িতে খেলা করছিলেন মাইশা। এরপর শিশুটিকে খুজে পাওয়া যাচ্ছিলো না, পরে বাড়ির পাশে পুকুরের পানিতে পড়ে যায় । পরিবারের সদস্যরা তাকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি করতে থাকেন। একপর্যায়ে পরিবারের সদস্যরা দেখতে পান,দেখতে পেয়ে
পুকুরটি থেকে ভাসমান ও নিথর অবস্থায় শিশুটিকে উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। হাড়িভাসা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সাইয়েদ নূর-ই-আলম বিষয়টি নিশ্চিত করেছেন।
ভিউ: ২০৮










