
এম জালাল উদ্দীন: পাইকগাছায় ২০ একর উর্ধে অ-ইজারাকৃত খাশ খাল এর খাশ আদায় আদায়ের নির্দেশনা দিয়েছেন রেভিনিউ ডেপুটি কালেক্টর ও খুলনা জেলা জলমহল কমিটির সদস্য সচিব তৌহিদ রেজা। প্রাপ্ত তথ্য সূত্রে জানা গেছে, গত ইং- ১৪/০৪/২০২৪ তারিখ ০৫.৪৪.৪৭০০.০৩১.৩২.৩২৮.২৪. ৪৪০ নম্বর স্মারকে জেলা জলমহল ব্যবস্থাপনা কমিটির অনুষ্ঠিত সভার সিদ্ধান্ত মোতাবেক ২০ একরের উর্ধের খাশ খাল এর খাশ আদায়ের নিমিত্তে পাইকগাছা উপজেলার লস্কর ইউনিয়নের বাউখোলা- ৮১.৮৬ একর খাশ খালটির অব্যাহতভাবে খাশ আদায়ের জন্য পাইকগাছা উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী কমিশনার (ভূমি)কে নির্দেশনা দেওয়া হয়। সে মোতাবেক পাইকগাছা উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন, গত ইং- ১৭/০৪/২০২৪ তারিখ ৩১,৪৪,৪৭৬৪,০০২,৩৬,০১৯,২৪,১৮২ নম্বর স্মারকে লস্কর ভূমি অফিস কর্মকর্তা মোঃ কামরুল হাসান’কে উক্ত খাশ খালের খাশ আদায়ের জন্য নির্দেশনা প্রদান সহ পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত খাশ আদায় অব্যাহত রাখার জন্য বলা হয়। এদিকে উপজেলা নির্বাহী অফিসারের নির্দেশক্রমে লস্কর ভূমি অফিসের কর্মকর্তা মোঃ কামরুল হাসান গত ইং- ১৫/০৮/২০২৪ তারিখ উল্লেখিত বাউখোলা (বদ্ধ) জলমহল বাংলা ১৪৩১ সনের ৩০শে চৈত্র পর্যন্ত খাশ আদায়ের নিমিত্তে অত্র অফিসের অফিস সহায়ক আরাফাত হোসেন গাজী ও লস্কর ইউনিয়নের মোঃ সাদ্দাম হোসেন কে সরকারি দখল ও সরকারি রাজস্ব আদায়ের স্বার্থে নিয়োগ প্রদান করেন। এবিষয়ে লস্কর ভূমি অফিস কর্মকর্তা মোঃ কামরুল হাসান বলেন, আমি ইউএনও স্যার এবং এসিল্যান্ড স্যারের নির্দেশনায় বাউখোলা (বদ্ধ)খালটি সরকারি দখল ও সরকারি রাজস্ব আদায়ের স্বার্থে দু’জন কে দায়িত্ব দিয়েছি। এছাড়াও তিনি বলেন, গতবছর স্থানীয় নুরুজ্জামান মোল্লা খাশ খাল থেকে অবৈধভাবে মাছ ধরলে ইউএনও স্যার ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে শাস্তি প্রদান করেন। পাইকগাছা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ ইফতেখারুল ইসলাম শামীম জানান, বাউখোলা জলমহালের খাস আদায় কার্যক্রম চলমান রয়েছে।










