
আধুনিক সভ্যতার এযুগে মানুষের উন্নত জীবনযাপনের পাশাপাশি নৌকায় জীবন ধারণের ব্যতিক্রম চিত্রও এখনো দৃশ্যমান রয়েছে। আধুনিক সভ্যতার এযুগে মানুষের উন্নত জীবনযাপনের পাশাপাশি নৌকায় জীবন ধারণের ব্যতিক্রম চিত্রও এখনো দৃশ্যমান রয়েছে। টাকার অভাবে সংসার সংগ্রামে নদী ও খালের বিভিন্ন স্থানে ভাসমান নৌকায় কাটছে তাদের জীবন। কোন জমি ভিটামাটি না থাকায় এসব পরিবারগুলো যুগযুগ ধরে নৌকায় বসবাস করে আসছেন। ঈদের আনন্দ উৎসবের কোন রকম ছোঁয়া পরেনা এসব পরিবারের মধ্যে। ছোট্র একটি নৌকায় ভোর থেকে রাত পযর্ন্ত এপার ওপার লোক আনা-নেয়া করেন যে টুকু টাকা পায় তা দিয়েই চলে তাদের জীবন। আনন্দহীন সময় কাটিয়েদেন তারা । বরিশালের পোটরোড রসুলপুর খালে ছট্টো একটি নৌকা নিয়ে এপার ওপার করতে দেখাযায় এই দুই নারীকে। শিক্ষা, চিকিৎসা, বাসস্থানসহ কোন মৌলিক চাহিদাই যেন ঠিকমত জুটছেনা এদের সন্তানদের ভাগ্যে।










