
আলমডাঙ্গায় শুক্রবার ৩০ শে আগস্ট , ২০২৪ তারিখে :শত্রুতার জেরে ঘাসে দেওয়া বিষ ও লবন স্প্রে করে মেরে ফেলেছে ২ কৃষকের ১০ লাখ টাকার পান বরজ, এতে অভিযোগ উঠেছে একই গ্রামের ৬ জনের বিরুদ্ধে। জানা গিয়েছে। চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার জামজামি ইউনিয়নের নারায়নপুর, গ্রামের মৃত- মনিরউদ্দিন মন্ডল, ছেলে মোঃ দলু মিয়া (৪৫),একই গ্রামের মোঃ হামিল ফারাজি ছেলে রইস ফরাজ (৩৫)দুই কৃষকের পানের পুরো বরজ বিষ প্রয়োগ করে,নষ্ট করেছে। এ ঘটনায় আলমডাঙ্গা থানায় লিখিত অভিযোগ করেছেন ক্ষতিগ্রস্ত ২ কৃষক। তিনি অভিযোগ করেন , শত্রুতা করে তার পানের বরজে বিষ প্রয়োগ করা হয়েছে। অভিযোগ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (২৮শে আগস্ট ) রাতে উপজেলার জামজানি ইউনিয়নের নারায়ণপুর গ্রামের কেনালের পাশে ওই কৃষকের পান বরজে পূর্বশত্রুতার জেরে একই এলাকার পচা ইউনুছের, ছেলে মোঃ তিতু (২২),ও একই গ্রামের মোঃ বাবুলের ছেলে মোঃ রিতু (২৩), মোঃ রাকিব (২০), মোঃ ইছাহাকের ছেলে মোঃ তোতা (৩০), মোঃ বাবুল (৪৫), মোঃ পচা ইউনুছ (৪৮), উভয় পিতা- মৃত- তোরাব আলী ছেলে।তাদের সাঙ্গপাঙ্গ নিয়ে পান বরজের চারদিকে বিষ প্রয়োগ করা মেশিন দিয়ে ঘাসে দেওয়া বিষ ও লবন স্প্রে করে মেরে ফেলেছে, এতে বরজের দশ লাখ টাকার ক্ষতি সাধিত হয়েছে। ক্ষতিগ্রস্ত কৃষক দলুর জানান,আমার পানের বরজে ঘাসে দেওয়া বিষ স্প্রে করে আমার ১৫ কাঠা, ও মোঃ রহিস ফরাজএর ১৫ কাঠা পানের বরজে ঘাসে দেওয়া বিষ স্প্রে করলে আমার আনুমানিক ৫,লক্ষ, টাকার ও মোঃ রহিম ফরাজের আনুমানিক ৫,লক্ষ, টাকা ক্ষতি সাধন করে। আমার বরজ ও মোঃ দলুর বরজের পান আমরা দুই জন মিলে পাহারা দিই। তিনি আরো বলেন আমি পান বরজের আশেপাশে ছিলাম,ঘাসে দেওয়া বিষ প্রয়োগ করে বেরিয়ে আসার সময় আমি দেখে ফেললে দ্রুত উক্ত স্থান ত্যাগ করে। গত ২৯/০৮/২০২৪ ইং তারিখ সকাল আনুমানিক ০৯:০০ ঘটিকার সময় পানের বরজে বিষ দেওয়ার বিষয়ে জানতে চাইলে বিবাদীগন আমার ও মোঃ দলুর উপর ক্ষিপ্ত হইয়া আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ করিতে থাকে আমরা গালিগালাজ দিতে নিষেধ করিলে বিবাদীগন আমাকে মারধর সহ খুন জখমের হুমকী দেয়।বিবাদীগন আমার ও দলুর বরজ পান গাছের ক্ষতি সাধন করেও আমাকে হুমকী দিচ্ছে যে আমাকে যেখানে পাবে সেখানে খুন করবে। আমাকে বিভিন্ন ভাবে হুমকী দিচ্ছে যে, বরজে বিষ দিয়েছি তো কি হয়েছে কি করতে পারিস করে নিস বলিয়া হুমকী দিতে থাকে। কৃষক দলু মিয়া আরো বলেন আমি অসহায় মানুষ। ওই পানবরজটাই আমার একমাত্র সম্বল। আমি লিজ নিয়ে পান চাষ করি এর আয় দিয়েই পরিবারের সন্তানসহ কোনোরকম দিনাতিপাত করি। থানা পুলিশের কাছে লিখিত অভিযোগ করেছি। সুবিচার চাই। স্থানীয় সূত্রে জানা গেছে, পূর্বের নানা ঘটনা নিয়ে দলু মিয়া দুই পক্ষের মধ্যে রাজনৈতিকভাবে দলাদলি অভিযোগ আছে কৃষক দলু মিয়া,বিএনপি'র সমর্থক হওয়ায় প্রতিপক্ষ আওয়ামী লীগের সমর্থকরা দীর্ঘদিন কৃষক দলু মিয়া, কে হুমকি ধামকি দি আসছে । তারই জেল ধরে এই ঘটনা হতে পারে বলে অভিযোগ করে স্থানীয়রা। এ ব্যাপারে জামজানি ইউনিয়ন বিএনপির সভাপতি আলম শাহ, ঘটনা স্থানে উপস্থিত হয়ে তিনি বলেন এই ধরনের সাথে যেই হোক তাদের বিরুদ্ধে সর্বোচ্চ আইনের ব্যবস্থা নেয়া হবে। এ সময় উপস্থিত ছিলেন, জামজানি ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আরিফুল ইসলাম, ইউনিয়নের ৬ নাম্বার ওয়ার্ড বিএনপি'র সভাপতি মো: রসকার, ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক তাহাজ উদ্দিন ভোলা, সাংগঠনিক সম্পাদক আসল অস্কার,