
বন্যাদূর্গত মানুষদের সহায়তার জন্যে চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলা মহিলা উদ্দোক্তাটিম আজ ২৭ আগস্ট আলমডাঙ্গা গণত্রাণ কমিটির ফান্ডে নগদ ১৮ হাজার টাকা প্রদান করেছে আলমডাঙ্গা গণত্রাণ কমিটির প্রধান সমন্বয়ক ডা. শাফায়েতুল ইসলাম হিরোর কাছে। এই টাকা শুধু মাত্র উদ্দোক্তাদের থেকে সংগ্রহ করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা মহিলা উদ্যোক্তার সদস্য হেলেনা আক্তার কামনা, এছাড়াও তিনি বলেন প্রচুর কাপড় আমরা বন্যার্তদের জন্য পাঠিয়ে দিয়েছি অন্য অন্য ফাউন্ডেশনের মাধ্যমে।
ভিউ: ৪০৫










