
চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার নগর বোয়ালিয়া মাথাভাঙ্গা নদী থেকে আব্দুল গাফফার ওরফে টুলু (৩৫)নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার পুলিশ হয়েছে।
রবিবার (২৫ আগস্ট) দুপুর দুইটার সময় উপজেলার ভাংবাড়িয়া ইউনিয়নের নগরবোয়ালিয়া গ্রামের মাথাভাঙ্গা নদীতে ভাসমান অবস্থায় উদ্ধার করেন স্থানীয়রা। পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে পৌছে মরদেহ উদ্ধার করে,এবং অভিযোগ না থাকাই আবেদনের পরিপ্রেক্ষিতে মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করে পুলিশ। নিহত আব্দুল গাফফার নগরবোয়ালিয়া গ্রামের মৃত আক্তার মন্ডলের ছেলে। তিনি মানসিকভাবে ভারসাম্যহীন ও (খিচুনি) আক্রান্ত ছিলেন বলে নিশ্চিত করেছেন আলমডাঙ্গা থানা পুলিশের পরিদর্শক (ওসি) শেখ গণি মিয়া। স্থানীয়দের সুত্রে জানা যায়, আব্দুল গাফফার গতকাল শনিবার দুপুরে বাড়ি থেকে বের হয়ে আর ফেরেননি। অনেক খোজাখুজি করেও পাননি পরিবারের সদস্যরা। রবিবার দুপুরে গ্রামের কারিগরপাড়ার খেয়াঘাট নামক এলাকায় মাথাভাঙ্গা নদীতে আব্দুল গাফফারের মরদেহ ভাসমান অবস্থায় দেখতে পান স্থানীয়রা। পরে পুলিশে খবর দিলে তারা মাথাভাঙ্গা নদী থেকে মরদেহ উদ্ধার করেন










