
মাগুরা সদরের জাগলা গ্রামে বিএনপির দুই গ্রুপের দ্বন্দ্ব ক্রমশই খারাপ পথে আগাচ্ছে। তারই ধারাবাহিকতায় ২৩ আগষ্ট শুক্রবার সকাল ৮ টায় পুরুষরা যখন কাজে বাহির হয় সেই সুযোগে বিএনপির একটি পক্ষ আরেকটি পক্ষের বসতবাড়ি ভাংচুর ও লুটতরাজ করে নিয়ে যায়।
এতেকরে এলাকায় সাধারণ মানুষের মনে প্রশ্ন জেগেছে ক্ষমতায় আসার আগেই যদি দলের কর্মীদের এই অবস্থা হয় তাহলে ভবিষ্যতে আরো খারাপ কিছু ঘটতে পারে। নাম প্রকাশ না করা শর্তে বিএনপির একজন নিষ্ঠাবান সমর্থক দাবী করে একজন বলেন,” দলের নেতাদের সবাই একত্রে বসে এখনই একটা সমঝোতায় আসা উচিত তা না হলে ভোটের সময় দলকে এর মাসুল দিতে হবে।
এদিকে যাদের বাড়িঘরে হামলা চালানো হয়েছে সরজমিনে তাদের বক্তব্য নিলে তারা জানায় যে,আমাদের পুরষ লোকেরা কয়েকদিন আগে আলী আহম্মদ নেতার সাথে বিএনপির মিছিলে যায় তাই ক্ষিপ্ত হয়ে মনোয়ার নেতার লোকজন আমাদের বাড়িতে হামলা চালিয়ে লুটপাট করে। বর্তমানে আমরা ভয়ে আছি। বিষয়টি আরও বড় নেতাদের দেখা উচিত। তা নাহলেআমাদের চেয়ে দলেরই বেশি ক্ষতি হবে।










