তৌহিদ,স্টাফ রিপোর্টার,মাগুরা।: মাগুরায় স্বীকৃতিপ্রাপ্ত নন এমপিও ভূক্ত শিক্ষা প্রতিষ্ঠান সমূহ এমপিও ভূক্তি করার জন্য জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্মারক লিপি পেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়। ২২ আগষ্ট বৃহস্পতিবার শহরের চৌরঙ্গী মোড়ে সকাল ১১টায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে মাগুরা জেলার সকল নন এমপিও ভূক্ত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও কর্মচারীগণ উপস্থিত ছিলেন।
এসময় শিক্ষকগণ তাদের বিভিন্ন দাবী সমূহ সবার সামনে তুলে ধরেন। শিক্ষকদের মধ্যে বক্তব্য রাখেন মাগুরা জেলা শাখার নন এমপিও ভূক্ত শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক কর্মচারী পরিষদের সাধারণ সম্পাদক মোঃ নাজমুল আলম ও সভাপতি পল্লব কুমার দে।সভাপতির ভাষনে পল্লব কুমার দে বলেন," আমাদের নন এমপিও ভূক্ত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও কর্মচারীরা দীর্ঘদিন বিনা পারিশ্রমিকে স্কুলের পিছনে শ্রম দিয়ে শেষে নি-শব্দে চোখের জলে অবসরে যেতে হচ্ছে। এমন হৃদয় বিদারক ঘটনা আমরা আর দেখতে চাইনা।কেননা শিক্ষাই জাতীর মেরুদণ্ড। শিক্ষকরা মানুষ গড়ার কারিগর তাই শিক্ষকদের দাবী মেনে নিয়ে তাদেরকে সুন্দর ভাবে বাঁচার সুযোগ দিলে দেশ আরও সুন্দর হবে বলে আমরা মনে করি।" বর্তমানে মাগুরাতে ৩৬ টি নন এমপিও ভূক্ত শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে, তার মধ্যে নিম্ন মাধ্যমিক বিদ্যালয়- ৮ টি,মাধ্যমিক বিদ্যালয় - ৬ টি,উচ্চ মাধ্যমিক বিদ্যালয় - ৪ টি,ডিগ্রি কলেজ - ৩ টি,দাখিল মাদ্রাসা - ৩ টি,আলিম মাদরাসা-২ টি,বি,এম ও ভোকেশনাল -৭ টি ও কলেজিয়েট - ৩ টি।