
দীর্ঘদিন যাবৎ আওয়ামী সরকারের রোষানলে পড়ে কার্যক্রম পরিচালনা করতে না পারলেও সরকার পতনের পর থেকেই ক্ষিপ্র গতিতে মাঠে নেমেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। লক্ষ্য করা যাচ্ছে দলটি তাদের কার্যক্রম পরিচালনার জন্য মাঠে ময়দানে সব যায়গায় সমান গতিতে কাজ করছে। সাম্প্রতি দেখা যাচ্ছে মসজিদে মসজিদে কার্যক্রম পরিচালনায় বেশ আকর্ষণীয় ভূমিকা রাখছে দলটি।
গতকাল বৃহস্পতিবার আছরের নামাজ শেষে চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার ভাংবাড়িয়া ইউনিয়ন শাখার কর্মীসভার আয়োজন করা হয় ভাংবাড়িয়া দাখিল মাদ্রাসা হল রুমে।
এই কর্মী সভায় ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীসহ সাধারণ জনগণের উপস্থিতি লক্ষ্য করা যায়। আছরের নামাজ শেষে পবিত্র কোরআন থেকে দারস দেওয়ার মাধ্যমে শুরু হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন আমাদের আগে মান উন্নয়ন করতে হবে তার পর এই সমাজে মানবতার কাজ বেশি বেশি করতে হবে।
ফেনী সিলেট কুমিল্লা সহ যে সমস্ত জায়গায় বন্যা কবলিত হয়েছে আল্লাহ যেন তাদেরকে হেফাজত করে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জি এ থানা শাখার আমীর আব্বাস উদ্দিন ও নায়েবে আমির সেলিম রেজা,আরও উপস্থিত ছিলেন ভাংবাড়িয়া ইউনিয়ন আমীর কামরুল ইসলাম সোহেল, সেক্রেটারি রাইতাল হক, থানা তারবিয়াত ও বিভিন্ন ওয়ার্ড সভাপতি ও সেক্রেটারি উপস্থিত ছিলেন।
ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
ইউনিয়ন আমীর কামরুল ইসলাম সোহেল দোয়া করার মাধ্যমে অনুষ্ঠানে সমাপ্তি ঘোষণা করা হয়










