
গাজীপুরের কালিয়াকৈরে, কালিয়াকৈর পৌরসভার মেয়র মজিবুর রহমানকে, স্বপদে বহালের জন্য ছাত্র-জনতা একত্রিত হয়ে মানববন্ধন ও প্রতিবাদ সভার আয়োজন করে।
সভায় বক্তারা মেয়র মুজিবুর রহমানকে পৌর মেয়র হিসেবে বহাল রাখার জন্য অন্তর্বর্তী সরকারের প্রধান ড: ইউনূসের প্রতি আহ্বান জানান।
বক্তারা বলেন মেয়র মুজিবুর রহমান একটানা ২০ বছর ১৭ দিন মেয়র পদে থেকে জনগণের ব্যাপক উন্নয়ন করেছেন।তাই তাকে সরকারের অব্যাহতির তালিকা থেকে বাদ দিয়ে পুন:বহালের আহ্বান জানান।
এ সময় চন্দ্রার চারদিক থেকে ছাত্র, জনতা, ব্যবসায়ী ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ জড়ো হতে থাকে।
প্রচুর মানুষ চন্দ্রা ত্রিমোড়ে জড়ো হাওয়ায়,গাড়ি চলাচল সাময়িক ভাবে বন্ধ হয়ে যায়। প্রায় তিন ঘন্টা ব্যাপী সমাবেশে ঢাকা টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজটেরও সৃষ্টি হয়।
উল্লেখ্য সরকারি প্রজ্ঞাপনের মাধ্যমে দেশের বিভিন্ন পৌরসভার মেয়রদের অপসারণ করা হয়। অব্যাহতি দেওয়া মেয়রদের মধ্যে কেউ এরকম সমাবেশ করেছে কিনা রিপোর্ট লেখা পর্যন্ত জানা যায়নি।










