গাইবান্ধায় অভিরূপ নকশায় কোটি টাকার আজব এক স্থাপনা এটা কোন রূপকথার গল্প নয়। রূপকথা কে বাস্তবে রূপ দিয়েছেন গাইবান্ধার কাশেম মাহমুদ চৌধুরী, গাইবান্ধা থেকে তিন কিলোমিটার দূরে অবস্থিত বালাসী রোড ঘেসে দৃষ্টি নন্দিন ভবন ফ্রেন্ডশিপ সেন্টার। মাটির নিচে এই ভবনটি দেখতে প্রতিদিন হাজার হাজার দর্শনার্থীরা ভিড় করছেন , কিন্তু এই ভবনটি দৃষ্টির আড়ালে কিন্তু বাইরে থেকে হঠাৎ করে কেউ দেখলে বলবে এটা কৃষি জমি আসলে অবাক করার মত একটা জায়গা। এই মাঠের নিচে লুকিয়ে আছে অনন্যা এক স্থাপনা তার নাম ফ্রেন্ডশিপ সেন্টার, তাইতো সারা ফেলেছে রংপুর বিভাগে অবস্থিত গাইবান্ধা জেলা বালাশী রোডে এই স্থাপনা গ্রাম গঞ্জের মাঝে আনন্দময় এক মুহূর্ত যাহা দেখার মত একটি মাটির নিচে আজব এক ভবন।এই ভবনটির ভিতরে রয়েছে ক্যান্টিন বিশ্রাম নেওয়ার জন্য জায়গা এমনকি বাহিরে থেকে অতিথিরা আসলে তারা সেখানে বিশ্রাম নেয়। মনমুগ্ধ পরিবেশে অবস্থিত এই ভবনটি যাহা দর্শনার্থীদের মন কেড়ে নেয় ,