বাগেরহাট সদরের সি এন্ড বি বাজারে সংবাদ সংগ্রহের কাজ শেষে বাড়ি ফেরার পথে সময়ের খবরের স্টাফ রিপোর্টার আরিফ ঢালী দুর্বৃত্তদের হামলায় মারাত্মক ভাবে আহত হয়েছেন।
শনিবার (১৭ আগস্ট) আনুমানিক রাত ৯ টার সময় এ ঘটনা ঘটেছে। স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। প্রচন্ড রক্তক্ষরণের কারণে তার অবস্থা আশঙ্কাজনক।
দুর্বৃত্তরা ছুরির আঘাতে মারাত্মক যখম করে ও তার মোটরসাইকেল ভাংচুর করে ঘটনাস্থ থেকে পালিয়ে যায়। হামলাকারীরা হলেন সি এন্ড বি বাজার এলাকার বাবুর পুত্র মাসুক (২৯), মুরছালীন (২৬), রাজন (৩৮), স্মরণ (২৮), সুমন (৩২) ও অজ্ঞাগতনামা ৮-১০ জন।
বর্তমানে সাংবাদিক আরিফ ঢালী খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন (আইসিইউতে) রয়েছেন। এ ঘটনায় সাংবাদিক মহল থেকে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। রিপোর্টটি লেখা পর্যন্ত এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়াধীন রয়েছে।