
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের খবর পেয়ে জামালপুরে সরকার বিরোধী দুর্বৃত্তরা মহিলা সংসদ সদস্য হোসনে আরাসহ জেলা ও উপজেলা আওয়ামী লীগের শীর্ষস্থানীয় নেতাদের বাড়ি, ব্যবসাপ্রতিষ্ঠানে ব্যাপক ভাঙচুর, হামলা লুটপাট ও অগ্নিসংযোগ করা হয়েছে।
সোমবার (৫ আগস্ট) সন্ধ্যায় এসব ঘটনা ঘটে। ইসলামপুর উপজেলা সরকার বিরোধী দুর্বৃত্তদের নেতৃত্ব ও বিক্ষুব্ধ লোকজন প্রথমে ইসলামপুর পৌর শহরের মোজাজাল্লার পোদ্দারপাড়া অবস্থিত কেন্দ্রীয় কৃষকলীগের সহ-সভাপতি ও মহিলা এমপি হোসনে আরার বসত বাড়ি ব্যাপক ভাঙচুর ও সব আসবাব, নগদ টাকাসহ স্বর্ণ অলংকার লুট করে নিয়ে যান। পরে বাড়িতে তারা আগুন ধরিয়ে দেন। এই বাড়িতে তার দুই ছেলে এবং মেয়ে নিয়ে স্ব-পরিবারে বসবাস করতেন। ঘটনার পর থেকে তার এবং তার পরিবারের কারো কোন খোজ পাওয়া যাইনি। এ ছাড়া তাঁর ঢাকার সরকারি বাসভবনেও (সংসদ সদস্য ভবন) ভাঙচুর ও লুটপাট হয়।










