টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে বাঁশখালী উপজেলা প্লাবিত হয়েছে। এ ঘটনায় অন্তত এক শিশুর মৃত্যু হয়েছে এবং হাজার হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়েছে।
শনিবার দুপুরে উপজেলার পুঁইছড়ি ইউনিয়নের পূর্ব পুঁইছড়ি গজিনিয়া পাড়া এলাকায় পাহাড়ি ঢলের পানিতে ভেসে গিয়ে আমিন হোসেনের পুত্র মো. নোহান মিয়ার (১২) মৃত্যু হয়।
পুঁইছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তারেকুর রহমান ঘটনাটি নিশ্চিত করেছেন। তিনি জানান, টানা বৃষ্টির ফলে এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে এবং পাহাড়ি ঢলের পানি বাড়ির মধ্যে ঢুকে পড়েছে।
উপজেলার পুকুরিয়া, সাধনপুর, কালীপুর, বৈলছড়ি, জলদী, শীলকূপ, চাম্বল, পুঁইছড়ি এলাকা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। পাহাড়ি ঢলে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। অনেকের বাড়িঘর পানিতে তলিয়ে গেছে।
সরেজমিনে দেখা যায়, সাধনপুর, কালীপুরের গুনাগরি পয়েন্ট ও বৈলছড়ি বাজার, পৌরসভার বাঁশখালী প্রধানসড়ক টপকে গিয়ে পাহাড়ি ঢলের পানি প্রবাহিত হচ্ছে। এতে হাজারো পরিবার পানিবন্দি হয়ে পড়েছে। অনেকের বসতঘর পানিতে তলিয়ে যায়।
তলিয়ে যায় পূর্ব বাঁশখালীর বিভিন্ন গ্রামের চলাচলের সড়কগুলো। পাশাপাশি মসজিদ, মাদরাসাসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানও তলিয়ে যায়। অধিকাংশ মাছের প্রজেক্ট ও পুকুর তলিয়ে যাওয়ায় ব্যাপক ক্ষয়ক্ষতির মুখে পড়েছেন মৎস্য খামারিরা।