
১৬ আগষ্ট রোজ শুক্রবার বরিশালের হিজলা উপজেলার মৌলভীরহাট বাজারে বৈসম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের জন্য দোয়ার আয়োজন করেন, গুয়াবাড়ীয়া ইউনিয়ন বি এন পি ৷ দোয়া মোনাজাত শেষে সৈরাচার শেখ হাসিনার ফাসির দাবিতে মিছিল করেন তারা ৷ মিছিল শেষে বক্তব্য দেন হিজলা উপজেলা সেচ্ছাসেবক দলের আহব্বায়ক আসাদুজ্জামান খান স্বজল ও আলী আহমদ হাওলাদার ৷স্বজল বলেন, দির্ঘ ১৭ বছর ক্ষমতায় থাকার পর সৈরাচার শেখ হাসিনার পতন হয়েছে ৷ যারা বি এনপি দলে ঢুকে আমাদের ভাবমূর্তি নষ্ট করবে আমরা সকলে ঐক্যবদ্ধ হয়ে তাদের প্রতিহত করবো ৷ আলী আহমদ হাওলাদার বলেন, হিজলা উপজেলায় কোন চাঁদাবাজি চলবেনা ৷ কেউ যদি আপনাদের নিকটে চাঁদা দাবি করে আপনারা কেউ চাঁদা দিবেন না ৷আমাদের কাছে বলবেন আমরা এদের প্রতিহত করব ৷ আমরা শান্তি চাই কোন অরাজকতা চাইনা ৷ আমরা চাই সুন্দর একটা নতুন বাংলাদেশ ৷ এ সয় উপস্থিত ছিলেন হিজলা উপজেলার সর্বস্থরের বি এন পি নেতাকর্মী ৷










