
১৭ আগস্ট শনিবার কলেজ গেট দেয়ালে ভিন্ন ধরনের ছবি এঁকে ও জনসচেতনতা মূলক প্রচারে কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নিয়ে কলেজ গেট দেয়ালে ছবি এঁকে চলেছেন শিক্ষার্থীরা। একই সঙ্গে পাইলট স্কুল, ইব্রাহিম মডেল স্কুল, গার্লস স্কুল, পৌরসভা, ও প্রশাসনের বিভিন্ন দপ্তরের দেয়ালে জনসচেতনতা মূলক ছবি প্রচারণ চালাচ্ছেন তারা।সরকারি কলেজে বিশ্ববিদ্যালয়ের অধ্যয়নরত শিক্ষার্থীরা ছবি আঁকছেন ও জনসচেতনতা মূলক প্রচারণা কর্মসূচি পালন করছেন এবং আশেপাশের অন্যদের এসব কাজে সহায়তা করছেন।এ সময় শিক্ষার্থীদের মাঝে উপস্থিত ছিলেন,বাঁধন,তাজবীদ, ইব্রাহিম,আবিদ,নাঈম, ইমন,দীপা, প্রিয়ন্তী, জান্নাতুল, মাইশা, আরও অনেকে এবং বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।শিক্ষার্থীরা রংতুলিতে দেয়ালে দেয়ালে সাম্প্রতিক আন্দোলনের নানা স্লোগান ফুটিয়ে তুলেছেন। আঁকা হচ্ছে ছাত্র-জনতার আন্দোলনকে উপজীব্য করে নানা চিত্রকর্ম, আন্দোলনকে উপজীব্য করে নানা চিত্রকর্ম।দেয়ালে দেয়ালে লিখা হচ্ছে ‘ধর্ম যার যার দেশ সবার’ ধর্মীয় সম্প্রীতির এই বার্তা, ধর্মীয় প্রতীক চাঁদ তারা ও ক্রস, বাংলাদেশের মানচিত্র এমন নানা লেখায় রঙিন হয়ে উঠেছে দেয়াল। ছবি আঁকায় অংশ নিচ্ছেন বিভিন্ন বয়সের শিক্ষার্থীরা।সরকারি কলেজে শিক্ষার্থী আবিদ হাসান বলেন, শুধু বাক স্বাধীনতা নয়, দেশ সংস্কারের জন্যও কাজ করব আমরা।দুর্নীতি ও মাদকমুক্ত করবে বলেও জানান। সবার জন্য বাংলাদেশ গড়ার লক্ষ্য নিয়ে কাজ করছে ছাত্রসমাজ।










