
ফরিদপুরের সালথা থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেখ সাদিক (৪৫) ও উপপরিদর্শক (এসআই) তন্ময় চক্রবর্তীর (৩৫) বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে আদালতে মামলা করা হয়েছে।
বৃহস্পতিবার (১৫ আগস্ট) ফরিদপুর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ৩ নম্বর আমলি আদালতে মামলাটি করেন মো. হাফিজুর রহমান মুন্নু (৬৫) নামের এক ব্যক্তি। মামলার বাদী গ্রামীণ ব্যাংকের সাবেক কর্মকর্তা বলে জানা গেছে।
আদালতের ম্যাজিস্ট্রেট মো. মারুফ হাসান মামলাটি আমলে নিয়ে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন পিবিআইকে তদন্তের নির্দেশ দিয়েছেন।
ওসি সেখ সাদিক চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার বারাদি গ্রামের শেখ আমিনউদ্দীনের ছেলে। গত ২০২২ সালের ১২ এপ্রিল থেকে ২০২৩ সালের ১৫ ডিসেম্বর পর্যন্ত তিনি সালথা থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন। এ ছাড়া উপপরিদর্শক (এসআই) তন্ময় চক্রবর্তী রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার ভররামদিয়া গ্রামের তাপস চক্রবর্তীর ছেলে। তন্ময় বর্তমানে জেলার বোয়ালমারী থানায় কর্মরত রয়েছেন।










