
সারাদেশের মত দীর্ঘ বিরতির পর অবশেষে বরিশালে সড়কে ফিরেছে ট্রাফিক পুলিশ।
সোমবার সকাল থেকেই বরিশাল নগরীর বিভিন্ন সড়ক গুলোতে দায়িত্ব পালন করতে শুরু করেন ট্রাফিক পুলিশের সদস্যরা।এতোদিন পরে নিরাপদে কর্মস্থলে ফিরতে পেরে উচ্ছ্বাসিত তারা।তবে ট্রাফিক পুলিশ সড়কে ফিরলেও ঘরে ফেরেননি এতো ট্রাফিকের দায়িত্ব পালন করা ছাত্র জনতা।ট্রাফিক পুলিশের পাশাপাশি তারাও সড়কের শৃঙ্খলা নিয়ন্ত্রণে দায়িত্ব পালন করতে দেখা গেছে।
সরেজমিনে দেখা যায়, নগরীর নথুল্লাবাদ টার্মিনাল, রুপাতলী, সদর রোড, কাকলির মোড়,চৌমাথা বটতলা বাজার মোড় ঘুরে এই চিত্র দেখা গেছে।স্বাভাবিক ভাবেই পুলিশ সদস্যরা দায়িত্ব পালন করছেন।
ট্রাফিকে কর্মরত পুলিশ সদস্য মশিউর রহমান বলেন এতোদিন পরে কর্মস্থলে ফিরতে পেরে খুব ভাল লাগছে তবে এতোদিনে সড়কে ছাত্র -জনতা যে শৃঙ্খলা ফিরিয়েছেন সত্যিই প্রশংসার দাবিদার।
এছাড়া বরিশাল বিভাগের পরিস্থিতি স্বাভাবিক ও সুন্দর বিরাজ করছে।শিক্ষার্থীরা বলেন যতদিন ট্রাফিক পুলিশের সহযোগিতা প্রয়োজন আমরা সার্বিক ভাবে সহযোগীতা করবো ইনশাআল্লাহ। সুন্দর ও আগামীর সমৃদ্ধ বাংলাদেশ গড়ার প্রত্যয় ছাত্র সমাজের।










