ছাত্র-জনতার উপর গুলি চালিয়ে গনহত্যার বিচারের দাবিতে, ১৪-১৫ ও ১৬ ই আগস্ট তিন দিনের কর্মসূচি ঘোষণা করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি তারই অংশ হিসেবে শ্রীপুর উপজেলার ২ নং গাজীপুর ইউনিয়নে কেন্দ্রীয় কর্মসূচি বাস্তবায়নে, শ্রীপুরের গাজীপুর ইউনিয়নে প্রথম দিন পালিত হলো অবস্থান কর্মসূচি।
শেখ হাসিনা কর্তৃক ছাত্র-জনতার ওপর গুলি চালিয়ে গণহত্যা এবং হাসিনাসহ তার খুনি দোসরদের বিচারের দাবিতে, আগামী ১৪ ও ১৫ আগষ্ট , বুধ ও বৃহস্পতিবার সারাদেশে বিএনপির উদ্যোগে দলীয় কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হবে। ১৬ই আগস্ট শুক্রবার তিনবারের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার শুভ জন্মদিনের কেক কেটে জন্মদিন পালন করা হবে।
এই লক্ষ্যে প্রথম দিনের কর্মসূচি অনেকটাই জাক জমকপূর্ণ ভাবে পালিত করেন ২নং নং গাজীপুর ইউনিয়ন বিএনপি’ ও অঙ্গসহ সহযোগী সংগঠনের সর্বস্তরের নেতৃবৃন্দ।
উক্ত কর্মসূচিতে ইউনিয়নের সাধারণ সম্পাদক এম এ গনি মৈশাল এর সঞ্চালনায় বক্তব্য রাখেন, ২নং গাজীপুর ইউনিয়ন বিএনপি’র সভাপতি মশিউর রহমান (নয়েছ), গাজীপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মোহাম্মদ আলী জিন্নাহ, গাজীপুর ইউনিয়ন বিএনপির সাবেক ছাত্রনেতা আব্দুল হাকিম পিন্টু, সাইফুল ইসলাম, ইউনিয়ন যুবদলের সভাপতি মোঃ শফিকুল ইসলাম, ইউনিয়ন শ্রমিক দলের সাবেক সভাপতি বদিউল আলম সবুজ প্রমুখ ।