সালথা উপজেলার ঐতিহ্য বাহী ফুলবাড়িয়া উচ্চ বিদ্যালয়ের সভাপতি হিসেবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হলেন বল্লভদী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নুরুল ইসলাম। আজ ১৪ ই আগস্ট ২০২৪ইং বিদ্যালয়ের হল রুমে সকাল ১১ টার সময় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বিনয় কুমার চাকী মহোদয় এর সভাপতিত্বে এ কমিটি গঠন করা হয়।পূর্বে সিলেকশন এর মাধ্যমে নির্বাচিত ম্যানেজিং কমিটির সদস্য বৃন্দের পাঁচ ভোটের চার ভোট এবং শিক্ষক মহোদয় দের চার ভোট মিলে মোট নয় ভোটের মধ্যে আট ভোট পেয়ে নির্বাচিত হলেন। এ সময় আরও উপস্থিত ছিলেন বিদ্যায়ের প্রধান শিক্ষক এ কে এম মহিউদ্দিন,অবিভাক সদস্য পুরুষ, পান্নু সরদার, আইয়ুব মোল্যা,সাহিদুল মোল্লা এবং সংরক্ষিত নারী সদস্য নাছিমা বেগম। আরও উপস্থিত ছিলেন বাউসখালী উচ্চ বিদ্যালয়ের সভাপতি ইমদাদ ফকির, বল্লভদী ইউনিয়নের বিট অফিসার নাজমুল আলম,সাবেক মেম্বার ইউনুস মোল্লা, তাপস মেম্বার সহ আরও অনেকে।