
গত কয়েকদিন ধরে চলা পুলিশের কর্মবিরতির পর আবারো কাজে ফিরছে পুলিশ ।
তাই আবারো স্বাভাবিক হতে শুরু করেছে পুলিশের সব কার্যক্মম। তারেই ধারাবাহিকতায় নীলফামারীর ৬ থানায় আবারো সব ধরনের আইনি কার্যক্রম শুরু হয়েছে ।
অন্যান্য দিনের মতো আবারো সাধারণ ডায়রি ( জিডি) হারানো জিডি, সাধারণ মামলা গ্রহণ সহ থানা গুলোতে পুলিশের উপস্থিতি থাকায় স্হানীয়দের মাঝে স্বস্তি ফিরে এসেছে । গত রবিবার জেলার ডোমার থানার সম্মেলন কক্ষে এক মতবিনিময় সভার মধ্যে দিয়ে ডোমার, ডিমলা, জলঢাকা, কিশোরগঞ্জ , সৈয়দপুর এবং সদর থানার সকল প্রকার আইনি কার্য ক্রম এর উদ্বোধন করেন নীলফামারী পুলিশ সুপার (এসপি) মোকবুল হোসেন।
ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহসিন আলীর সাথে কথা হলে তিনি বলেন ব্যক্তি স্বার্থের ঊর্ধ্বে থেকে সবাইকে দেশের জন্য নিরলসভাবে ভাবে কাজ করতে হবে। দেশের আইনশৃংখলা পরিস্থিতির অবনতি হলে জনগনের কল্যাণ আশা করা যায় না। এদিকে পুলিশ সুপার এসপি মোকবুল হোসেন বলেন আমরা সবাই রাষ্ট্রের নাগরিক । সবার সমান অধিকার আছে। তাই গুজন ছডিয়ে মানুষের মধ্যে ভয়ভীতির পরিস্থিতি তৈরি না করার জন্য সকলের প্রতি অনুরোধ করেন এই পুলিশ কর্মকর্তা। তিনি আরও বলেন কঠিন পরিস্থিতিতে থানার স্বাভাবিক কার্য ক্রম সাময়িক বিঘ্নিত হয়েছিল, সেসব পেছনে ফেলে এখন থেকে আবারো পুলিশ সদস্যরা জনগণের বন্ধু হয়ে পাশে থেকে কাজ করবে।
উল্লেখ্য যে দেশে চলমান কোটা সংস্কার আন্দোলনের পর গত ৫ আগষ্ট শেখ হাসিনা সরকারের পতন হওয়ার পর থেকে সরকারি বিভিন্ন স্হাপনাসহ বিভিন্ন স্থানে বিক্ষুদ্ব জনতা ভাংচুর , হামলা, পিকেটিং , অগ্নিসংযোগ চালিয়ে একাকার করে ফেলে এতে নীলফামারীর ৬ থানার সকল কার্য ক্রম সহ সারাদেশের সকল থানার পুলিশের কার্য ক্রম বন্ধ হয়ে যায়।










