
গত ১০ আগস্ট ২০২৪ ইং রোজ শনিবার বাংলাদেশে হিন্দুদের উপর হামলার প্রতিবাদে চট্রগ্রাম জেলার চেরাগী পাহাড় মোড় এলাকাই সনাতন সম্প্রায়ের মানুষগণ গণ বিক্ষোপ সমাবেশ করেন। যা ধিরে ধিরে গণ সমুদ্রে পরিণত হয়।
এ সময় শ্লোগানে মূখরিত হতে থাকে পুরা চট্রগ্রাম তথা হিন্দু সম্প্রাদায়ের মানুষ জন। এ সময় আন্দোলনে অংশ গ্রহণ কারীদের মাথাই স্বাধীন বাংলাদেশের গৌরবের চিন্হ জাতিয় পতকা এবং মুখে কালো কাপড় দেখা যাই।যা নির্দেশ করে স্বাধীন বাংলাদেশে আজোও হিন্দু তথা সংখ্যালঘু সম্প্রদায় পরাধিনতার শিখলে আবদ্ধ্য। আরো দেখা যাই, বিভিন্ন দাবি অঙ্কন করা লিপ্লেট। এই গণ মিছিলে হিন্দু সম্প্রদায় দাবি জানান, সারা দেশ জুড়ে হিন্দুদের উপর নির্যাতন, মন্দির ভাঙ্গচুর, সহ নানা নির্যাতনের সঠিক বিছাড় এবং তাদের কঠিন শাস্তির। সাথে সাথে সরকারি উদ্দেগ্যের মাধ্যমে ক্ষতিগ্রস্ত হিন্দু সম্প্রদায়ের ঘর-বাড়ি, দোকানপাট, মঠ-মন্দির সহ ক্ষতিগ্রস্ত জিনিসের নির্মান করার জোড় দাবি জানান। এছাড়াও সংখ্যালঘুদের নিরপত্তা নিশ্চিত করার জোড় দাবি জানান বিক্ষোপে অংশ গ্রহণকারী হিন্দু সম্প্রদায়ের মানুষগণ।










