সীমান্তের গেট খুলে দিয়েছে এমন গুজবে হাজার হাজার মানুষের দিনভর জট লালমনিরহাটের গোতামারী সীমান্তের শুন্যরেখা।
শুক্রবার(৯ আগস্ট) দিনভর লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার গোতামারী সীমান্তের ৯০৯ নং পিলার এলাকায় জমায়েত হয় সংখ্যালঘুরা।জানা গেছে, বৈসম্যবিরোধী আন্দোলনের একদফা দাবিতে শেখ হাসিনার পতন ও দেশ ত্যাগের পরেই গা ঢাকা দেয় আওয়ামীলীগ নেতাকর্মীরা। সারাদেশের মত লালমনিরহাটেও অফিস ও দলীয় নেতাকর্মীদের বাড়ি ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ভাঙচুর ও অগ্নিসংযোগ চালায় দুর্বৃত্তরা। এতে বাদ পড়েনি সংখ্যালঘু সংম্প্রদায়ের আওয়ামীলীগ নেতাদের বাড়ি। তবে আওয়ামীলীগে সম্পৃক্ত নয় এমন সংখ্যালঘু পরিবারের উপর হামলার খবর পাওয়া যায়নি। যারা হামলার শিকার হয়েছেন তারা রাজনৈতিক ভাবে আওয়ামীলীগের সাথে জড়িত ছিলেন।আওয়ামীলীগের সাথে জড়িত সংখ্যালঘু সম্প্রদায়ের বাড়িতে হামলার ঘটনায় আতংক ছড়িয়ে পড়ে সাধারন সংখ্যালঘুদের মাঝে। আতংক বা গুজবে কান না দিতে বিএনপি জামায়াত এবং বৈষম্যবিরোধী আন্দোলনের নেতাকর্মীরা পাড়ায় মহল্লায় পথসভাসহ পাহারা দিচ্ছেন।এ দিকে শুক্রবার সকালে গোতামারী সীমান্তের ৯০৯ নং পিলার এলাকায় ভারতীয় সীমান্ত খুলে দেয়া হয়েছে সংখ্যালঘুদের জন্য। এমন গুজবে সকাল থেকে বিকেল পর্যন্ত হাজার হাজার সংখ্যালঘু ওই সীমান্তের শুন্যরেখায় জমায়েত হন। সেখানে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী(বিএসএফ) ও ভারতীয় পুলিশসহ সেদেশের গনমাধ্যমকর্মীরা। তবে সীমান্তে প্রবেশ ঠেকাতে কঠোর অবস্থানে রয়েছে বিএসএফ সদস্যরা। কেউ পাড়ি জমাতে পাড়েনি বলে জানা গেছে।
খবর পেয়ে ওই সীমান্তে চলে আসেন বিএনপি'র কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য লালমনিরহাট ১ আসনের এমপি প্রার্থী ব্যারিষ্টার হাসান রাজীব প্রধান। তিনি সাংবাদিকদের বলেন, এটি মুলতই একটি গুজব।