মেজবাউর রহমান, ঝিনাইদহ :
কোটা সংস্কার আন্দোলনে শহীদ শিক্ষার্থীদের স্মরণে ইউনিভার্সিটি স্টুডেন্টস এসোসিয়েশন(ঊষা) কেন্দ্রীয় নির্বাহী সংসদ কর্তৃক বৃক্ষরোপণ ও বিতরণ কর্মসূচি পালিত হয়েছে। ৮ই আগস্ট বৃহস্পতিবার দিনব্যাপী এ কর্মসূচী চলে।
এ কর্মসূচিতে ঝিনাইদহের কালীগঞ্জের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বৃক্ষরোপণ করা হয়। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে সরকারি মাহতাব উদ্দিন কলেজ, আলহাজ্ব ফাইজুর রহমান মহিলা ডিগ্রি কলেজ, শহীদ নূর আলী কলেজ,আবু বকর বিশ্বাস মকছেদ আলী কলেজ, সরকারি ভূষণ পাইলট মাধ্যমিক বিদ্যালয়, ভূষণ মাধ্যমিক বালিকা বিদ্যালয়, সলিমুন্নেছা পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়, মোবারক আলী মাধ্যমিক বিদ্যালয়, নলডাঙা ভূষণ শিশু একাডেমি, কালীগঞ্জ উপজেলা পরিষদ এসকল স্থানে বৃক্ষরোপণ ও বিতরণ করা হয়। এই কর্মসূচিতে উপস্থিত ঊষা কেন্দ্রীয় নির্বাহী সংসদ এর সভাপতি এহসানুল হক রকি, সাধারণ সম্পাদক এস এম রেজাউজ্জামান সোহান, উপদেষ্টাদের মধ্যে উপস্থিত ছিলেন মোঃ কামরুজ্জামান কমল, মোঃ মশিউর রহমান, মোঃ মোস্তফা মোর্শেদ তোতা এছাড়া বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।