
ভূলতা গাউছিয়া শান্তিকামী ছাত্র- ছাত্রীদের ট্রাফিক নিয়ন্ত্রণ ও পরিস্কার পরিচ্ছন্ন কার্যক্রম।
আজ সকাল ১০ টা থেকে সন্ধ্যা পর্যন্ত ভূলতা গাউছিয়ায় ছাত্র- ছাত্রীরা ট্রাফিক নিয়ন্ত্রণ ও পরিস্কার পরিচ্ছন্নতার কাজ করে। দেশের চলমান পরিস্থিতিতে যেখানে পুলিশ তাদের কর্মকাণ্ড স্থগিত রেখেছে সেখানে ছাত্র – ছাত্রী নিজেরাই সেই দায়িত্বগুলো সুশৃঙ্খলভাবে পালন করছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কের ডাকে সাড়া দিয়ে গত ৫ ই আগস্ট মার্চ টু ঢাকা কর্মসূচির মাধ্যমে দেশের সর্বস্তরের জনতা স্বৈরাচারী শেখ হাসিনার পদত্যাগ করতে সক্ষম হয়। এরই মধ্যে সেদিন রাতেই আবার পুলিশের সাথে ছাত্রদের রাজধানীতে সংঘর্ষ হয়। এতে ছাত্রদের পাশাপাশি নিহত হয় অনেক পুলিশ ও। কোটা আন্দোলনকে ঘিরে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে পুলিশ গুলি বর্ষণ করে ছাত্র হত্যাকান্ড চালায়। এর দুইদিন পরেই আবার নিরপরাধ ছাত্র – ছাত্রীদের তুলে নিয়ে কারাগারে বন্দী করে। ফলে পুলিশের উপর তীব্র ক্ষোভ রয়েছে শিক্ষার্থীদের। তাই তারা তাদের জান মালের নিরাপত্তার দাবিতে কর্মবিরতি রেখেছিলো। দাবি পূরণ না হলে কর্মস্থলে ফিরবে না বলে জানিয়েছিলো। কিন্তু তাদের বিকল্প ছাত্র- ছাত্রীরাই সুশৃঙ্খলভাবে ট্রাফিকের দায়িত্ব পালন করে যাচ্ছে। সেই সাথে রাস্তা- ঘাট পরিস্কার পরিচ্ছন্নতা কাজ ও করছে। তারা বলছে এইটা আমাদের দেশ। আমরা যেহেতু এই দেশকে স্বৈরাচার মুক্ত করেছি এই দেশকে শান্তিপূর্ণ রাখার দায়িত্ব ও আমাদের নিতে হবে। আমরা কোনো রাজনৈতিক দলের হয়ে না আমরা দেশের হয়ে নিরপেক্ষভাবে কাজ করবো। আর কোনো ছাত্র রাজনীতি থাকা যাবেনা। কারণ ছাত্রলীগ কি করেছে সেইটা আমরা সবাই দেখেছি। তবে প্রত্যেক এলাকায় ছাত্র কমিটি হওয়া প্রয়োজন । ক্ষমতা ও রাজনৈতিক দলের বাইরে যারা শুধু দেশের হয়ে শান্তিপূর্ণভাবে কাজ করবে।










