পিরোজপুর কাউখালী উপজেলায় বাংলাদেশ জামাতে ইসলাম ও ছাত্র শিবিরের উদ্যোগে শোকরানা মিছিল ও সংক্ষিপ্ত পথ সভার আয়োজন করা হয়।
অদ্য ৭আগষ্ট বুধবার বৈকাল ৪ ঘটিকার সময়, কাউখালী বয়েজ স্কুল মাঠ সংলগ্ন থেকে শুরু করে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে, কেন্দ্রীয় শহীদ মিনারের সন্মুখে অবস্থান করে একটি পথসভার আয়োজন করা হয়। উক্ত পথসভার সভাপতিত্ব করেন, জামাতে ইসলামী কাউখালী উপজেলা সংগ্রামী আমির মাওলানা মোঃ নুরুল ইসলাম খান এ সময় বক্তব্য রাখেন, জামাতে ইসলামীর পিরোজপুর জেলা শাখার সহকারী সেক্রেটারি মাওলানা মোঃ সিদ্দিকুল ইসলাম, জাতীয়তাবাদী দল বিএনপি কাউখালী উপজেলা শাখার আহ্বায়ক এস এম আহসান কবির, সদস্য সচিব এইচ এম দ্বীন মোহাম্মদ, ইসলামী ছাত্র শিবিরের জেলা শাখার সাবেক সভাপতি মোঃ আল আমিন, কাউখালী উপজেলা ছাত্রশিবিরের সভাপতি মোঃ রাকিব হোসেন, সাবেক সভাপতি মোহাম্মদ জাকির হোসেন প্রমুখ, উক্ত সভা ও সার্বিক পরিচালনা করেন জামায়েত নেতা অধ্যাপক মোঃ সাইদুল কবির।সকলের বক্তব্যে দীর্ঘ ১৫ বছর ক্ষমতা থেকে দূরে থাকায় একাধিক মামলা, হামলা,জেল, হয়রানি সহ পলাতক থাকতে হয়েছে। হাজার মায়ের বুক খালি করে রক্ত জরিয়ে আন্দোলনের মুখে স্বৈরাচার শেখ হাসিনা পালাতে বাধ্য হয়, নতুন করে আমরা দেশকে স্বাধীন করেছি। আমাদের এখন দায়িত্ব প্রতিটি এলাকায় কোন প্রকার অপ্রীতিকর ঘটনা কারো প্রতি হিংসাত্মক ও ধ্বংসযজ্ঞ কার্যক্রম না হয় সকলকে একতাবদ্ধ হয়ে সতর্ক থাকতে বলেছেন। সেই সাথে মরহুম দেলোয়ার হোসেন সাইদি (সাবেক এমপি) এর হত্যাকারীদের বিচারের দাবি জানান। পরিশেষে সকলকে আল্লাহ তায়ালার কাছে শুকরিয়া আদায়ের মাধ্যমে ধৈর্য ও সংযমের সাথে একাত্ববদ্ধ হয়ে থাকার আহ্বান জানান।