জামালপুরের ইসলামপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতারা হিন্দু ধর্মাবালী লোকদের সাথে সাক্ষাৎ করেন।
বুধবার (৭ আগস্ট) বিকালে জামায়াতের উপজেলা আমির খন্দকার লিয়াকত আলীর নেতৃত্বে সকল পেশাজীবী মানুষের সাথে সালাম বিনিময় করে।জামায়াতের ইসলামপুর উপজেলার নায়েবে আমির মাওলানা আমজাদ হুসাইন বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে সকলের মাঝে দাওয়াত, সালাম এবং আশীর্বাদ জ্ঞাপন করেন।এ সময় তিনি বলেন, আমরা হিন্দু,বদ্ধ, খ্রিষ্টানসহ সকল ধর্মাবলীর লোকদের পাশে আছি। কারো কোনো ক্ষতি হলে, সন্ত্রাসীদের চাঁদাবাজি করতে দেখা গেলে জামায়াত- শিবিরের লোকদের ফোন করলেই মহূর্তেই চলে আসবে।হিন্দুদের বাড়ি পরিদর্শন করার পর, জামায়াতে ইসলামী নেতারা ইসলামপুর বাজারের ব্যবসায়ীদের সাথে সাক্ষাৎ করেন। এবং সবাইকে নিশ্চিন্তে ব্যবসা করতে বলেন।এ সময় আরো যারা উপস্থিত ছিলেন, উপজেলা সেক্রেটারি রাশেদুজ্জামান রাশেদ, অর্থ সম্পাদক মোঃ আবু মুসা, শিবির সভাপতি মোহাম্মদ আহসানুল্লাহ, সেক্রেটারি জুনায়েদ আল হাবিব সহ অনেকে।