মঙ্গলবার ৬ই আগস্ট বিকেল ৫ টায় নলছিটি পৌরসভার মার্চেন্ট স্কুল মাঠে এই শান্তি সমাবেশের আয়োজন করা হয়।
জেলা বিএনপি এর আহ্বায়ক এডভোকেট মোঃ সৈয়দ হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপি এর সদস্য সচিব এডভোকেট শাহাদাত হোসেন। আরো উপস্থিত ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দুই সমন্বয়ক মোঃ খালেদ সাইফুল্লাহ ও মোঃ মাহফুজুর রহমান তাহমিদ ও নলছিটি উপজেলা বিএনপি এর সভাপতি আনিসুর রহমান হেলাল খানসহ উপজেলা ও জেলা বিএনপি এর নেতাকর্মীগণ। এসময় হাজারো মানুষের ঢলে মাঠ প্রাঙ্গণ পরিপূর্ণ হয়ে যায়। জেলা বিএনপি এর সদস্য সচিব এডভোকেট শাহাদাত হোসেন বলেন, যদি বিএনপি পরিবারের কোনো নেতাকর্মী উচ্ছৃঙ্খল কার্যক্রমে অংশগ্রহণ করেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। আমি জেলা প্রশাসক, পুলিশ সুপার এবং সেনাবাহিনীকে এ বিষয়ে আস্বস্ত করেছি যে এই শান্তিকে কেউ অশান্তিতে পরিনত করবে না। আমরা কোনো উচ্ছৃঙ্খলতার পরিচয় দিবো না