
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এক দফা দাবিতে প্রধানমন্ত্রী পদত্যাগ করে দেশ ছেড়েছেন শেখ হাসিনা।
এ খুশিতে কারফিউ ভেঙে সোমবার (৫ আগস্ট) বিকেল সাড়ে ৩টার দিকে শাহজাদপুরে শহরের সরকারি মডেল পাইলট হাইস্কুল মাঠে জড়ো হওয়া হাজারো ছাত্র-জনতা বিজয় উল্লাস করেছেন। শিশু থেকে শুরু করে বৃদ্ধ, নারী, কিশোরী সব বয়সীকে উল্লাস করতে দেখা যায়। এ সময় সেনাবাহিনীর সদস্যদের স্যালুট দেওয়ার পাশাপাশি ফুল দিয়ে ধন্যবাদ জানান তাঁরা। টানা ৩০ মিনিট বিজয় উল্লাসের পর আন্দোলনরতরা বিজয় মিছিল নিয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। ছাত্র-জনতাদের সমস্বরে ‘জিতিলো রে জিতিলো’ , ‘ছাত্র সমাজ জিতিলো’ , ‘খুনি হাসিনার ফাঁসি চাই’ , ‘ফাঁসি চাই ফাঁসি চাই’সহ নানা স্লোগান দিতে দেখা যায়।পরে শাহজাদপুর সরকারি হাইস্কুল মাঠে সকলে একত্রিত হয়ে শিশু থেকে শুরু করে ছাত্র সমাজসহ বি এন পি নেতাকর্মী এবং বিভিন্ন পেশার শ্রেণীর মানুষ বক্তব্য মাধ্যমে মিছিলটি শেষ হয়।










