আজ ৪ আগষ্ট রবিবার চট্টগ্রাম নগরীতে থমথমে অবস্থা বিরাজ করছে, সড়কে হাল্কা যানবাহন চলাচল করছে। চট্টগ্রাম নিউ মার্কেট এলাকায় কোটা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীদের ডাকা অসহযোগ আন্দোলন ও অবস্থান কর্মসূচির সময় দেয়া হয় বেলা ৩ টায়,একই স্থানে আওয়ামী লীগের কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে চট্টগ্রাম মহানগর নগর আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠন অবস্থান কর্মসূচি ঘোষণায়, উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে। পরবর্তীতে কোটা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীরা সংঘাত এড়াতে সময়সুচি পরিবর্তন করে সকাল ১১:৩০ টায় দিলে, আওয়ামী লীগ ও সময় পরিবর্তন করে সকাল ১১ টায় ঘোষণা করে। পূর্ব ঘোষণা অনুযায়ী কোটা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীরা নিউ মার্কেট এলাকায় অবস্থান নিলে একপর্যায়ে পুলিশ ও আওয়ামী লীগের, অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা ককটেল বিস্ফোরণ ও দেশীয় অস্ত্রসস্ত্রে সজ্জিত হয়ে হামলা চালালে ঘটনাস্থলে কোটা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীদের একজন আহত হয়।
এখন বিকাল তিনটা থেকে আবার ছাত্রজনতাকে হঠিয়ে চট্টগ্রাম মহানগর আওয়ামীলীগ যুবলীগ ছাত্রলীগ অঙ্গও সহযোগী সংগঠনের উদ্যোগে সন্ত্রাস নৈরাজ্য বিরোধী সমাবেশ ও গণজমায়েত চলছে। নিউমার্কেট চত্বরে এই সমাবেশে চট্টগ্রাম মহানগর আওয়ামীলীগ যুবলীগ ছাত্রলীগ অঙ্গও সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত থেকে বক্তব্য রাখেন।